Image description

যুগপৎ আন্দোলনের শরিক ও মিত্রদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আসন নিয়ে আলোচনা শুরু করেছে বিএনপি। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই আসন ভাগাভাগি ও সমন্বয়ের কাজ শেষ করতে চায় বিএনপি। চলতি মাসেই সমমনাদের সঙ্গে এ বিষয়ে ফয়সালায় পৌঁছাতে চায় দলটি। এরই অংশ হিসেবে সেপ্টেম্বরে সমমনাদের কাছে তাদের সম্ভাব্য প্রার্থী তালিকা চেয়েছে। দুই-তিনটি দল ও জোট ছাড়া প্রায় সবাই তাদের সম্ভাব্য প্রার্থী তালিকা বিএনপি’র কাছে দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। দল ও জোটগুলোর প্রার্থী তালিকা বিএনপি’র কাছে হস্তান্তর করে পরে এনিয়ে তাদের সঙ্গে আলোচনা হবে। আলোচনায় আসন নিয়ে তাদের মধ্যে হবে দর-কষাকষি।

বিএনপি ও সমমনাদের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আলোচনার মধ্যদিয়ে নির্ধারিত হবে কোন দল ও জোটকে বিএনপি কতো আসন ছেড়ে দেবে। দল ও জোটগুলো যত আসন চাইবে, বিএনপি তা দিতে পারবে না। তাদের নিজেদের প্রার্থী অনেক। সমমনারা বিএনপি’র ঘাঁটি হিসেবে পরিচিত আসন চাইলে নাও পেতে পারেন। এতে আসন ভাগাভাগি নিয়ে সমমনাদের সঙ্গে বিএনপি’র মতবিরোধ হওয়ার সম্ভাবনা দেখছেন নেতারা। 

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, সংসদ নির্বাচনে বিএনপি কতো আসন ছাড়বে, সেটা আলোচনার ও বিবেচনার বিষয়। প্রত্যেকটি আসনে আমাদের একাধিক যোগ্য প্রার্থী রয়েছে। অনেক আসনে ১০ থেকে ১২ জনের মতো প্রার্থী আছে। এখন আমরা নিয়মতান্ত্রিকভাবে প্রার্থী বাছাইয়ের কাজ করছি। শিগগিরই আসন ভিত্তিক একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য গ্রিন সিগন্যাল দেয়া হবে।

ওদিকে বিএনপি’র কাছে দলের ১৩ জন প্রার্থীর নাম দিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), দলটির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ মানবজমিনকে এ তথ্য জানিয়েছেন। ১২ দলীয় জোট ২০ জন প্রার্থীর তালিকা দিয়েছে, তবে জোটের ঐক্যের স্বার্থে এখনই তালিকা প্রকাশ করবে না তারা। এ তথ্য নিশ্চিত করে জোটের শীর্ষ নেতা ও বাংলাদেশ এলডিপি’র চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম বলেন, জোটের পক্ষে ২০ জনের একটি তালিকা আমরা বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের কাছে হস্তান্তর করেছি। বিএনপি’র কাছে ৯ জন প্রার্থীর তালিকা জাতীয়তাবাদী সমমনা জোট দিয়েছে বলে মানবজমিনকে জানিয়েছেন জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। ১০ জন প্রার্থীর তালিকা বিএনপিকে দিয়েছে এনডিএম। এ তথ্য নিশ্চিত করে এনডিএম-এর দপ্তর সম্পাদক জাবেদুর রহমান জনি জানিয়েছেন, বিএনপি তাদের দু’টি আসন ছাড়ার বিষয়ে ইঙ্গিত দিয়েছে। ওদিকে আমজনতার দলের কাছে ২ থেকে ৩ জন প্রার্থী নাম চেয়েছিল বিএনপি। দলটি সারা দেশে ২০ জন প্রার্থীর নাম দিয়েছে বলে জানিয়েছেন আমজনতার দলের সদস্য সচিব মো. তারেক রহমান। তিনি বলেন, যারা নির্বাচনে অংশ নিতে চায়, এমন ২ থেকে ৩ জনের নাম বিএনপি আমাদের কাছ থেকে জানতে চেয়েছিল। এটা আমরা তাদের সঙ্গে শেয়ার করেছি। আমাদের দল থেকে ২০ জনের মতো নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে, এটাও তাদের জানিয়েছি।

অন্যদিকে এখন পর্যন্ত নামের তালিকা দেয়নি গণফোরাম। তারা এনিয়ে কাজ করছে। আগামী তিন থেকে চারদিনের মধ্যে তালিকা দেবে বলে গণফোরামের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। সূত্রটি জানায়, গণফোরাম ১৫ জন প্রার্থীর তালিকা দেবে। এ বিষয়ে গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মানবজমিনকে বলেন, সারা দেশে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে আমরা কথা বলছি। এ ছাড়া গণঅধিকার পরিষদও এখনো তালিকা দেয়নি- এ তথ্য নিশ্চিত করে দলের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। গণঅধিকার পরিষদ প্রায় ৩০টা আসন চাইতে পারে বলেও জানিয়েছেন আবু হানিফ।   

সম্প্রতি বিএনপি’র সর্বোচ্চ নীতিনির্ধারণী জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সমমনাদের আসন ছাড়ার বিষয়ে আলোচনা হয়। দলটি সমমনাদের ৫০টি আসন ছাড়ার চিন্তা-ভাবনা করছে। একইসঙ্গে দলের মনোনয়ন চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। চলতি মাসের মধ্যে দল ও জোটের প্রার্থিতা চূড়ান্ত করতে চায়। প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দেয়া হয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে।
ওদিকে বিএনপি’র কাছে এখনো সম্ভাব্য প্রার্থী তালিকা দেয়নি গণতন্ত্র মঞ্চ। মঞ্চের প্রার্থী তালিকা তৈরি করতে একটি বাছাই কমিটি গঠন করা হয়েছে। তালিকা তৈরি করে তা নিয়ে বিএনপি’র সঙ্গে আলোচনায় বসবে তারা। করবে দর-কষাকষি। আলোচনার মধ্যদিয়ে নির্বাচন মঞ্চের আসন সংখ্যা নির্ধারিত করা হবে।    

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক মানবজমিনকে বলেন, এনিয়ে নিজেদের মধ্যে আলোচনা চলছে। এজন্য একটি কমিটিও গঠন করা হয়েছে। আমরা তালিকা বিএনপিকে দেবো না। আমরা তাদের সঙ্গে আলোচনায় বসবো।  
গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, প্রার্থী তালিকা তৈরি করার জন্য ৬ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। আজ কিংবা আগামীকালের ভেতরে তালিকা হওয়ার সম্ভাবনা রয়েছে।