
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার (৩ অক্টোবর) ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে ফিরেছেন নুরুল হাসান সোহান। এছাড়া প্রথমবার ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন এশিয়া কাপ আলো ছড়ানো সাইফ হাসান।
দলে টিকে গেছেন নাঈম শেখ, আছেন নাজমুল হোসেন শান্ত, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানারা। অধিনায়ক মিরাজের সাথে নাঈম বাদে বাকি ৪ ক্রিকেটার সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে উড়াল দেবেন ৩ অক্টোবর রাতেই। ভিসা হলে চলে যাবেন নাঈম শেখও। ভিসার কারণে টি-টোয়েন্টি দলের ক্রিকেটার সৌম্য সরকারের আমিরাত যাওয়ায় আটকে আছে।
সাইফ হাসান সম্প্রতি টি-টোয়েন্টি ফরম্যাটে দুর্দান্ত ফর্মে রয়েছেন। সেই ধারাবাহিকতার পুরস্কার হিসেবেই ২৬ বছর বয়সী এই ক্রিকেটার জায়গা পেয়েছেন ওয়ানডে দলে। বিসিবির প্রত্যাশা সাইফের অন্তর্ভুক্তি উপরের সারিতে ব্যাটিং গভীরতা বাড়াবে। আগামী ৮, ১১ ও ১৪ অক্টোবর শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই তিনটি ম্যাচ।
আফগানিস্তান সিরিজে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড :
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, নাহিদ রানা।