
আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল তামিম ইকবালের। তবে নানান বিতর্ক আর সরকার-বিএনপির পাল্টাপাল্টি অবস্থানে হয়তো নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন দেশসেরা এই ওপেনার।
ইতিমধ্যেই মনোনয়ন প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছেন তিনি। নির্বাচনী পরিবেশ, প্রক্রিয়াগত অসঙ্গতি এবং রাজনৈতিক হস্তক্ষেপ নিয়েও তার কিছু অসন্তোষ রয়েছে। অবশ্য, এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি তামিম, তবে শেষমেশ তিনি নির্বাচনে অংশ না নিলে, তা বিসিবির অভ্যন্তরীণ সংস্কারের প্রশ্নকে ফের সামনে আনবে।
বিস্তারিত আসছে...