
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ও কার্যক্রম নিষিদ্ধঘোষিত দল আওয়ামী লীগের সাবেক এমপি সাকিব আল হাসান বলেছেন, ‘যাক শেষমেষ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না!’
রোববার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।
ফেসবুক পোস্টে সাকিব আরও লেখেন, ‘ফিরবো হয়তো কোন দিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ।’

প্রসঙ্গত, এর আগে রাত ৯টার দিকে ফেসবুক পোস্টে ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন সাকিব আল হাসান। ফেসবুক পোস্টে তিনি লিখেছিলেন, ‘শুভ জন্মদিন আপা’।
সাকিবের এই পোস্টের মন্তব্যের ঘরে সমালোচনার ঝড় উঠেছে। নেটিজেনরা নানা মন্তব্য করছেন।
এরপর অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে লিখেছিলেন, ‘একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। But I was right. End of the discussion.’ আসিফ মাহমুদের এই পোস্টের পর প্রশ্ন উঠেছে, কাকে পুনর্বাসন না করার কথা বললেন তিনি?
উপদেষ্টার এই পোস্টে অনেকেই নানা ধরনের মন্তব্য করেছেন। মন্তব্যকারীদের বড় অংশই ক্রিকেটার সাকিব আল হাসানকে ইঙ্গিত করেছেন।
এর পরিপ্রেক্ষিতেই সাকিব আল হাসান তার ফেসবুক পোস্টে বাংলাদেশের হয়ে খেলতে না পারার কারণ হিসেবে উপদেষ্টা আসিফ মাহমুদকে ইঙ্গিত করেছেন বলে ধারণা করছেন নেটিজেনরা।