Image description

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে আলোচিত প্রার্থী হিসেবে নাম উঠে এসেছিল বিএনপি সমর্থনপুষ্ট প্যানেলের অন্যতম প্রতিনিধি ইশরাক হোসেনের। তামিম ইকবালের নেতৃত্বে বিএনপিপন্থী বলে বিবেচিত প্যানেল থেকে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতিও নিয়েছিলেন তিনি।

গতকাল (২৭ সেপ্টেম্বর) মনোনয়নপত্র কিনলেও শেষ পর্যন্ত তা জমা দেননি এই ব্রাদার্স ইউনিয়ন ক্লাব কর্মকর্তা।

দলীয় সূত্র জানিয়েছে, বিএনপির হাই কমান্ডের নির্দেশেই শেষ পর্যন্ত বিসিবি নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেন ইশরাক। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে বিএনপি প্রার্থী হিসেবে তার নাম প্রায় চূড়ান্ত। পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদেও তাকে বিবেচনা করা হচ্ছে। এজন্যই তাকে ক্রিকেট বোর্ডের নির্বাচনী প্রক্রিয়া থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দেওয়া হয়।

অন্যদিকে বিসিবির বর্তমান পরিচালক ও সিসিডিএম চেয়ারম্যান সালাউদ্দীনও মনোনয়ন তোলার পর জমা দেননি।  ক্যাটাগরি ২ থেকে মনোনয়ন তোলা ৩২ জন প্রার্থীর মধ্যে ৩০ জন এখনো নির্বাচনী দৌড়ে টিকে আছেন।

কতজন শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেবেন, তা জানা যাবে আগামী ১ অক্টোবর দুপুর ১২টার পর মনোনয়ন যাচাই-বাছাই শেষে।