Image description

এশিয়া কাপে গ্রুপ পর্বে ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি পাকিস্তানি ব্যাটাররা। তবে সুপার ফোরের এই লড়াইয়ে অন্য রকম চিত্র। ব্যাট হাতে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছেন তারা। তরুণ শাহিবজাদা ফারহানের দায়িত্বশীল ব্যাটিংয়ে ভর করে শক্ত ভিত গড়ে পাকিস্তান। ইনিংসের শেষ দিকে সালমান আলি আগা ও ফাহিম আশরাফের ঝোড়ো ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান।

দুবাইয়ে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ১৭১ রান। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রান আসে ফারহানের ব্যাট থেকে। এখন দেখার পালা ১৭২ রানের লক্ষ্য তাড়া করে কে হাসবে শেষ পর্যন্ত, ভারত নাকি পাকিস্তান?

ইতিহাস বলছে, ২০১৮ সালের পর দুবাইয়ে রাতে অনুষ্ঠিত আইসিসির পূর্ণ সদস্য দুই দেশের মুখোমুখি আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে আগে ব্যাট করা দল জিততে পারেননি। সর্বশেষ ওই বছরের ৪ নভেম্বর দুবাইয়ে আগে ব্যাট করে নিউজিল্যান্ডকে হারিয়েছে পাকিস্তান।

টি–টোয়েন্টি ভারতের বিপক্ষে আগে ব্যাট করে ১৭১ রান পাকিস্তানের সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ছিল ১৫৯, মেলবোর্নে ২০২২ টি–টোয়েন্টি বিশ্বকাপে। এখন দেখার পালা কোন ইতিহাস রচিত হয়।

সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ২০ ওভারে ১৭১/৫ (ফারহান ৫৮, আইয়ুব ২১, নেওয়াজ ২১, আশরাফ ২০* সালমান ১৭*; দুবে ২/৩৩, পান্ডিয়া ১/২৯, কুলদীপ ১/৩১)।