Image description

ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। যেখানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে সরিয়ে নতুন করে বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে সদস্য করা হয়েছে। তবে এ নিয়ে মন খারাপ করেননি আশরাফুল। 

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আজ শুক্রবার আশরাফুল বলেন, ‘আমার জায়গায় যদি উনি ইলেকশন করেন, যেহেতু উনার আবার ইলেকশন করার ইচ্ছা হয়েছে, এই বোর্ড প্রেসিডেন্ট লাস্ট তিন মাস ধরে, চার মাস ধরে কাজ করছেন বোর্ডে। তিনি সামনে যে ইলেকশনটা করবেন, তো আমার পজিশন থেকে করবেন। আমি শুনে বলেছি, খুব তাড়াতাড়ি দেন, আমার কোনো সমস্যা নাই।’

বুলবুলের কথা বলতে গিয়ে আশরাফুল আরও বলেন, ‘সেই ৯৭-৯৮ থেকে যখন আমি বল বয় ছিলাম, উনাদের খেলা দেখেই বড় হয়েছি এবং আমার লেভেল থ্রিটাও উনার থ্রু-তেই হয়েছে। তো যেহেতু এনএসসি থেকে বলা হয়েছে যে বুলবুল ভাইকে আপনার পজিশনে দিয়ে উনি ইলেকশন করবেন, আমি খুব খুশি মনে দিয়েছি।’

বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবালও। এ নিয়ে আশরাফুল বলেন, ‘আমাদের কলিগ তামিম ইকবালও সেখানে (বিসিবি নির্বাচন) অংশ নিচ্ছেন। তার জন্য শুভকামনা রইল। আমি আশা করছি তিনিও হয়তো বোর্ডে আসবেন। এসে হয়তো বড় একটা পদ নেবেন। ক্রিকেট অপারেশন্স আছে, গেম ডেভলপমেন্ট আছে। এখানে তারও কাজ করার অনেক জায়গা থাকবে আমি বিশ্বাস করি।’