Image description

ওহ্‌ মাই গড! এই মুহূর্ত ওই অনুভূতি- দারুণ। আপনি জানেন সবচেয়ে সুন্দর বিষয় কি? আমরা জানি শেষবারের মতো লিওর (লিওনেল মেসি) সঙ্গে আর্জেন্টিনার মাটিতে খেললাম।

এটা নিয়ে আমাদের কোনো কথা না হওয়া সত্ত্বেও ম্যাচটি আমরা লিওকে উৎসর্গ করেছি। এবং সে যখন গোল করেছে, তার চোখের সামনে হয়তো পুরোনো স্মৃতি জেগে ওঠে। যেন এক সেকেন্ডের মধ্যেই সব সুন্দর স্মৃতি চলে গেল- সব গোল, সব চ্যাম্পিয়নশিপ, সব মুহূর্ত যা আমাদের আনন্দে কাঁদিয়েছিল, তারা সবাই সেই বলের মধ্যে জড়ো হয়েছিল যা জালে ঢুকে গিয়েছিল!

আমরা আগের চেয়েও বেশিবার তার কাছে বল পাস করছিলাম! আমরা সবাই চেয়েছিলাম সে গোল করুক। আমরা চেয়েছিলাম সে এখানে শেষবারের মতো তার হাত তুলুক। আমরা তাকে সেই মুহূর্তটি উপহার দিতে চেয়েছিলাম, এটা তার প্রাপ্য ছিল।

এই জয় আমাদের কাছ থেকে তার জন্য একটি দারুণ উপহার। সে আমাদের যা কিছু দিয়েছে, এত বছর ধরে সে যে জাদু তৈরি করেছে, তার জন্য এই উপহার। আমি তার সঙ্গে এই মুহূর্তটি কাটাতে পেরে খুশি, এই সুন্দর গল্পের অংশ হতে পেরে খুশি। আর যা-ই হোক, যদি লিও গোল না করত!

রদ্রিগো ডি পল: আর্জেন্টিনা জাতীয় দলের ফুটবলার