
মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দির মুন্সিকান্দি ও বেহেরকান্দিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৬ জন গুলিবিদ্ধসহ অন্তত ৮জন আহত হয়েছে। শুক্রবার রাতে মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ মোল্লা-হালিম গ্রুপের লোকজনের সাথে একই এলাকার বিএনপির সমর্থক উজির আলী-নজরুল ইসলামের লোকজনের সাথে এই সংঘর্ষ হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, এই সময় বৃষ্টিরমত ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদ পারভেজ বলেন, হাসপাতালে আসা ৮ জনের মধ্যে ৬ জন গুলিবিদ্ধ এবং ২ জন ককটেলের আঘাতে আহত হয়েছেন। এদের মধ্যে ৫ জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
হাসপাতালে আসা আহতদের মধ্যে রয়েছেন গুলিবিদ্ধ সাইদুল মাদবর (৪৫), শাহিন সরকার (২৭), মনজু সরকার (৫৫), জাহাঙ্গীর সরকার (৩৫), নজরুল সরকার (৬৫), শরীফ মাদবর (৬৫), সোহেল (৩৫) ও লিটন (২৫)।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম সাইফুল আলম বলেন, বুধবার বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর শোডাউন শেষে ফেরার পথে একটি অটো রিকশার সাথে ধাক্কায় গ্লাস ভেঙ্গে যায়। এই নিয়ে দুই পক্ষের বিরোধ তৈরি হয়। এর জের ধরেই দুই গ্রুপের সমর্থকদের মধ্যে এই শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত।