
রশিদ খান কি তবে ছন্দ হারিয়েছেন? সাম্প্রতিক পারফরম্যান্স অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে। দ্য হান্ড্রেডে দুর্দান্ত সূচনার পর এবার বাজে বোলিংয়ের নতুন এক রেকর্ড গড়ে ফেললেন আফগান তারকা। বার্মিংহাম ফিনিক্সের বিপক্ষে মাত্র ২০ বলেই রশিদ হজম করলেন ৫৯ রান; দ্য হান্ড্রেড ইতিহাসে যা সবচেয়ে খারাপ বোলিং ফিগার।
শুধু এই আসর নয়, সামগ্রিকভাবেই রশিদের সময়টা ভালো যাচ্ছে না। চলতি বছরের আইপিএলে হজম করেছিলেন সর্বোচ্চ ৩৩টি ছক্কা; এক মৌসুমে কোনো বোলারের সবচেয়ে বেশি ছক্কা খাওয়ার রেকর্ড। নিজ দেশে শপাগিজা লিগেও ছিলেন বিবর্ণ। এবার দ্য হান্ড্রেডেও গড়লেন নিজের ক্যারিয়ারের সবচেয়ে বাজে বোলিংয়ের রেকর্ড।
এর আগে ২০১৮ সালের আইপিএলে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৪ ওভারে ৫৫ রান দিয়েছিলেন রশিদ। এবার ৪ বল কম করেই দিয়েছেন ৫৯ রান। যার বড় অংশ এসেছে শেষ ওভারে; লিয়াম লিভিংস্টোনের ব্যাটে। ওই ওভারে একাই ২৬ রান দেন রশিদ।
বার্মিংহাম ফিনিক্সের জয়ের নায়ক লিভিংস্টোন খেলেছেন বিধ্বংসী ইনিংস। ২৭ বলে অপরাজিত ৬৯ রানের ইনিংসে ছিল ৭টি চার ও ৫টি ছক্কা। তার ব্যাটেই ওভালের দেওয়া ১৮১ রানের বিশাল লক্ষ্য মাত্র ৯৮ বলেই পেরিয়ে যায় বার্মিংহাম।
তবে শুরুটা ভালোই হয়েছিল রশিদের। প্রথম পাঁচ বলে দেন ৮ রান, যদিও একটি ছক্কা হজম করতে হয়। দ্বিতীয় ওভারে জো ক্লার্কের দুটি ছক্কায় খরচ হয় ১৭ রান। তৃতীয় স্পেলে তুলনামূলক নিয়ন্ত্রিত বোলিং করে ৮ রান দিলেও সব শেষ হয়ে যায় চতুর্থ স্পেলে। শেষ ওভারের ৫ বলে লিভিংস্টোন তুলে নেন ২৬ রান।
এই হারে ওভাল ইনভিন্সিবলস মৌসুমে প্রথম পরাজয়ের স্বাদ পেলেও এখনো শীর্ষে রয়েছে ৮ পয়েন্ট নিয়ে। অন্যদিকে, বার্মিংহাম ফিনিক্স প্রথম জয়ের স্বাদ পেলেও রয়েছে সপ্তম স্থানে।
এর আগে ব্যাটিংয়ে ওভালের ইনিংস ছিল জমকালো। ডোনোভান ফেরেইরার ২৯ বলে ৬৩ আর জর্ডান কক্সের ৩০ বলে ৪৪ রানের ইনিংসে দলটি তোলে ১৮০ রান। বার্মিংহামের হয়ে ট্রেন্ট বোল্ট ২০ রানে এবং অ্যাডাম মিলনে ২৮ রানে দুটি করে উইকেট নেন।