Image description

দুই ম্যাচের টেস্ট সিরিজে ১–০ আর তিন ম্যাচ ওয়ানডের সিরিজে ২–১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়েই শুরুটা করেছে টাইগাররা। সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের।

ডাম্বুলায় দ্বিতীয় টি–টোয়েন্টিতেও টস জিতেছে শ্রীলঙ্কা। এরপর বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন দলটির অধিনায়ক চারিত আসালাঙ্কা। ফলে, প্রথম ম্যাচের মতো আজও বাংলাদেশকে আগে ব্যাট করতে নামতে হবে।

এদিকে সিরিজে টিকে থাকার লড়াইয়ে একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। তাসকিন আহমেদ, তানজিম হাসানের সঙ্গে মোহাম্মদ নাঈমও আজ নেই। তাদের জায়গায় জাকের আলি, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান একাদশে ঢুকেছেন।

বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন, তানজিদ হাসান, লিটন দাস, জাকের আলি, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।