Image description

সতীর্থ দিয়োগো জোতার মর্মান্তিক মৃত্যুর খবরে শোকস্তব্ধ মোহামেদ সালাহ। শুধু ভেঙে পড়েননি, অঝোরে কেঁদেছেন। এখন লিভারপুলে ফেরার ভাবনাতেই ভয় জাগছে তাঁর মনে।

বৃহস্পতিবার ভোরে স্পেনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান পর্তুগিজ ফরোয়ার্ড দিয়োগো জোতা ও তাঁর ছোট ভাই আন্দ্রে সিলভা। দুর্ঘটনায় তাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে এবং মুহূর্তেই আগুন ধরে যায়। মাত্র এক সপ্তাহ আগেই, ২২ জুন প্রেমিকা রুতে কার্ডোসোর সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন জোতা। তিন সন্তানসহ সেই বিয়ের মুহূর্তগুলো ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন তিনি।

শুক্রবার পর্তুগালে আয়োজন করা হয় শোকসভা, আর শনিবার অনুষ্ঠিত হবে দুই ভাইয়ের দাফন।

লিভারপুল শিবিরে নেমে এসেছে শোকের ছায়া। ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন বার্তায় সালাহ লিখেছেন, “আমি সত্যিই বাকরুদ্ধ। গতকাল পর্যন্ত ভাবতেই পারিনি, লিভারপুলে ফেরার ভাবনাটাই আমাকে এতটা ভীত করবে। দলে খেলোয়াড় আসবে, যাবে—এটা স্বাভাবিক। কিন্তু এমন মৃত্যু—এই শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। জোতা আর ফিরবে না, এটা মেনে নেওয়া খুব কঠিন।”

সালাহ আরও বলেন, “আমার প্রার্থনা জোতার স্ত্রী, সন্তান ও তাঁর পরিবার—বিশেষ করে মা–বাবার জন্য, যারা হঠাৎ করেই একসঙ্গে দুই ছেলেকে হারালেন। জোতা ও আন্দ্রে আমাদের কাছে শুধু সতীর্থ নয়, একান্ত আপন। তাঁদের হারানো আমাদের হৃদয়ে গভীর শূন্যতা সৃষ্টি করেছে।”

শুধু সালাহই নন, শোকাচ্ছন্ন গোটা লিভারপুল স্কোয়াড। শুক্রবার খেলোয়াড়দের অনুশীলনে ফেরার কথা থাকলেও সেটি স্থগিত করে সোমবার পর্যন্ত ছুটি ঘোষণা করেছে ক্লাব ম্যানেজমেন্ট। আগামী ১৩ জুলাই প্রিসিজন প্রস্তুতি ম্যাচে প্রেস্টনের মুখোমুখি হবে লিভারপুল।

এদিকে, অ্যানফিল্ডে ইতোমধ্যেই রাখা হয়েছে শোকবই, অর্ধনমিত করা হয়েছে ক্লাবের পতাকা। জোতার স্মৃতিতে অগণিত সমর্থক এসে রেখে যাচ্ছেন ফুল, ক্লাব স্কার্ফ, জার্সি—চোখের ভাষায় লেখা এক গভীর ভালোবাসার গল্প।