Image description

সামনে মেয়েদের এশিয়ান কাপ বাছাইয়ের মিশন। মিয়ানমারে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের আগে জর্ডানে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। গতকাল রোববার কোচ পিটার বাটলারের ঘোষিত চূড়ান্ত দলে ডাক পেয়েছেন ‘বিদ্রোহী’ ৯ ফুটবলার। তারা হলেন- রুপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, মনিকা চাকমা, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র ও মোসাম্মত সাগরিকা।

নারী সাফ জয়ের পর গত ৩০ জানুয়ারি বাটলারের বিরুদ্ধে ‘বিদ্রোহ’ ঘোষণা করেছিলেন ১৮ জন ফুটবলার। তাদের মধ্যে সাফ জয়ী পাঁচ ফুটবলার- সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার ও মাতসুশিমা সুমাইয়ারা বাটলারের দলে জায়গা পাননি। গতকাল বাফুফের সংবাদ সম্মেলনে সাফ জানিয়ে দিয়েছেন কোচ বাটলার, সাবিনার সময় শেষের দিকে, ‘সাবিনার অনেক অর্জন রয়েছে। সেটার প্রতি আমি অশ্রদ্ধাশীল নই। এরপরও বলব তার (সাবিনা) সময় শেষের দিকে। মাসুরা এখন সঠিক শেপে নেই। এই বাস্তবতা মানতে হবে।’

২৩ জনের দলে রয়েছে চমকও। নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন তিনজন- গোলরক্ষক ফেরদৌসী আক্তার, স্ট্রাইকার উমেলা মারমা ও মাঝ মাঠের খেলোয়াড় শান্তি মার্দি।

গত মার্চে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের দল থেকে ছিটকে গেছেন ১২ জন। তবে ওই দলের ১১ জন- মেঘলা রানী রায়, কোহাতি কিসকু, জয়নব বিবি, আফঈদা খন্দকার, হালিমা আক্তার, স্বপ্না রানী, শাহেদা আক্তার রিপা, মুনকি আক্তার, মোসাম্মত সুলতানা, সুরভি আকন্দ ও নবীরণ খাতুনকে দলে রেখে দিয়েছেন বাটলার।

এশিয়ান কাপ বাছাইয়ের জন্য গত এপ্রিলের থেকে প্রস্তুতি ক্যাম্প করে যাচ্ছে বাটলার। টুর্নামেন্টের মূল লড়াইয়ের আগে ত্রিদেশীয় সিরিজে নিজেদের ঝালিয়ে নিতে আজ সোমবার সকাল ১০টায় জর্ডানের ফ্লাইট ধরবেন ফুটবলাররা। সিরিজে জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে ৩১ মে ও ৩ জুন দুটি ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। মিয়ানমারে এশিয়ান কাপ বাছাই মাঠে গড়াবে আগামী ২৩ জুন। আসর শেষ হবে ৫ জুলাই। ‘সি’ গ্রুপে বাংলাদেশ লড়াই করবে স্বাগতিক মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তানের বিপক্ষে। বাছাই পর্বে গ্রুপসেরা প্রতিটি দল খেলবে ২০২৬ এশিয়ান কাপের মূল পর্বে।
গত মার্চে নতুন দল নিয়ে আমিরাত সফরে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু বাজে পারফরম্যান্সে দুই ম্যাচেই ৩-১ ব্যবধানে ধরাশায়ী হয়েছিল তারুণ্যনির্ভর দলটি। দুটি ম্যাচেই একটি করে গোলের দেখা পেয়েছিলেন ক্যাপ্টেন আফঈদা খন্দকার।
বাংলাদেশ দল : রুপনা চাকমা, মেঘলা রানী, ফেরদৌসী আক্তার, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, জয়নব বিবি, মনিকা চাকমা, মারিয়া মান্দা, মুনকি আক্তার, স্বপ্না রানী, কোহাতি কিসকু, হালিমা আক্তার, শান্তি মার্দি, ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, মোসাম্মত সাগরিকা, শাহেদা আক্তার, সুরভী আকন্দ, মোসাম্মত সুলতানা, নবীরণ খাতুন ও উমেলা মারমা।