Image description

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরের ফাইনালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের মুখোমুখি লাহোর কালান্দার্স। লাহোরের স্কোয়াডে আছেন তিন বাংলাদেশি ক্রিকেটার। তবে ফাইনালের একাদশে জায়গা পেয়েছেন একমাত্র রিশাদ হোসেন।

টস হেরে আগে ফিল্ডিং করছে লাহোর। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

কোয়ালিফায়ারে লাহোরের একাদশে ছিলেন সাকিব। তবে ফাইনালে জায়গা হারিয়েছেন তিনি। ব্যাট হাতে গত দুই ম্যাচেই ব্যর্থ হওয়া এই অভিজ্ঞ অলরাউন্ডারের জায়গায় ফিরেছেন আরেক অলরাউন্ডার সিকান্দার রাজা।

বিরতির পর ফিরে সেই চেনা ছন্দেই আছেন রিশাদ হোসেন। গত ম্যাচেও বল হাতে দলের অন্যতম সেরা পারফর্মার ছিলেন এই লেগ স্পিনার। শিকার করেছিলেন তিন উইকেট। তাতে একাদশে জায়গা ধরে রেখেছেন তিনি।

লাহোর কালান্দার্স একাদশ:

ফখর জামান, মোহাম্মদ নাঈম, আবদুল্লাহ শফিক, কুশল পেরেরা (উইকেটরক্ষক), ভানুকা রাজাপাকসে, সিকান্দার রাজা, আসিফ আলী, শাহীন আফ্রিদি (অধিনায়ক), সালমান মির্জা, রিশাদ হোসেন, হারিস রউফ।