
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যেসব নির্বাচন হয়েছে সবগুলো ডামি নির্বাচন। আওয়ামী লীগ আমলে যত ধরনের নির্বাচনে হয়েছে সে নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে তাদের জবাবদিহিতার আওতায় আনা উচিত। তারা সেসব নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিস্টদের বৈধতা দেওয়ার চেষ্টা করেছে।
রোববার (২৫ মে) দুপুর ২টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানিহাট মোড়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন।
হাসনাত বলেন, হাসিনার আমলে যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচনকে অবৈধ ঘোষণা করতে হবে। হাসিনার আমলে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদের অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে হবে। এ ছাড়াও যে সংবিধানের মধ্য দিয়ে আপনাদের জেল, জুলুম, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, হত্যা ও গুম করা হয়েছে সে মুজিববাদী সংবিধান বাদ দিতে হবে।
তিনি বলেন, আপনাদের চট্টগ্রামের সন্তান অ্যাডভোকেট আলিফকে যখন হত্যা করা হয়েছিল তখন আপনারা চাইলে নেতিবাচক প্রতিক্রিয়া দেখাতে পারতেন। কিন্তু আপনারা চরম ধৈর্যের ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। সেটি এ জাতি চিরকাল মনে রাখবে। এ দায়িত্বশীলতার পরিচয় ও সাম্প্রদায়িক সম্প্রীতির পরিচয় সবসময় অব্যাহত থাকবে।
গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিগত সময়ে আওয়ামী লীগের দোসরদের পক্ষে যেভাবে সংবাদ প্রচার করা হয়েছে সেগুলো বাদ দিয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে।
হাসনাত বলেন, অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সংকটকালীন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। আমরা দেখেছি এ সরকারকে বেকায়দায় ফেলার অপচেষ্টা করা হচ্ছে। রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি- আমরা এ অন্তর্বর্তী সরকারকে অকুণ্ঠ সমর্থন দেব।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেন, বিগত সময়ে আপনারা আওয়ামী লীগের অত্যাচারের শিকার হয়েছেন এবং রুখেও দাঁড়িয়েছেন। আপনাদের এই সাহসিকতা আগামী দিনে কাজে লাগবে। যেসব ভাই-বোনে খুন, গুম ও নির্যাতনের শিকার হয়েছে এবং যারা এ নির্যাতন চালিয়েছে তাদের বিচারের আওতায় আনতে হবে। যে সংবিধানের মধ্য দিয়ে রাষ্ট্রে এতগুলো খুন ও গুম করা হয়েছে সে সংবিধান আমরা চাই না। এত মানুষ রক্ত দিয়েছে শুধু ক্ষমতার লোভের জন্য না। দেশের মানুষ রক্ত দিয়েছে দেশকে রক্ষা করার জন্য ও দেশের মানুষের নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়া জন্য।
পথসভায় আরও বক্তব্য দেন- এনসিপির কেন্দ্রীয় সংগঠক আজিজ, আরমান, চট্টগ্রাম দক্ষিণ জেলার মুখ্য সংগঠক জোবাইরুল ইসলাম আরিফ, সাতকানিয়া উপজেলার এনসিপি নেতা মাসুদ, তৌহিদুল ইসলাম মাসুম প্রমুখ।