Image description

জামালপুরের মেলান্দহে ভূমি মেলা উদ্বোধন অনুষ্ঠান ও সচেতনতামূলক সভা করা হয়েছে। অনুষ্ঠানে একই মঞ্চে ছিলেন আওয়ামী লীগ নেতা, ওসি ও সহকারী কমিশনারসহ সরকারি ৬ কর্মকর্তা।

রোববার (২৫ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা ভূমি অফিসের আয়োজনে এ মেলার উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান। এই মেলা উদ্বোধনের বেশ কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ও মুক্তিযোদ্ধা সৈয়দ হারুন অর রশিদ, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, মেলান্দহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস, উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুল আলম, উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহন তালুকদারসহ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।

সৈয়দ হারুন অর রশিদ তার বক্তব্যে বলেন, আমি রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সঙ্গে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি, এটা আমার গর্ব। তিনি অফিসার ছিলেন, আমি ছিলাম সিপাহি। অনুষ্ঠানে আমাকে মুক্তিযোদ্ধা হিসেবে দাওয়াত দেওয়া হয়েছে।

মেলান্দহ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তাই আমি উপস্থিত ছিলাম। সৈয়দ হারুনকে আমি আগে চিনতাম না।

সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান বলেন, সৈয়দ হারুন অর রশিদকে মুক্তিযোদ্ধা হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল। তার রাজনৈতিক পরিচয় আমাদের জানা ছিল না। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমরা আরও সতর্ক থাকব।