Image description
 

সিলেটের নয়নাভিরাম প্রকৃতি আজ ছিল গোমরামুখে। সকালের বৃষ্টির কারণে তিন ঘণ্টা দেরিতে শুরু হয় বাংলাদেশ ও নিউজিল্যান্ড ‘এ’ দলের মধ্যকার প্রথম চারদিনের ম্যাচের প্রথম দিনের খেলা। আর শেষ বেলায় আলোকস্বল্পতার কারণে আগেভাগেই থামিয়ে দিতে হয় ম্যাচ। ৬৪ ওভার স্থায়ী হওয়া প্রথম দিনে চালকের আসনেই রয়েছে বাংলাদেশ। ৮ উইকেটে হারিয়ে বোর্ডে ২২৬ রান জড়ো করতে পেরেছেন কিউই ক্রিকেটাররা।