Image description

কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার জেরে পাকিস্তানের মাটিতে হামলা চালিয়েছে ভারত। গতকাল মঙ্গলবার রাতের এই হামলায় ৮ পাকিস্তানির মৃত্যুর খবর পাওয়া গেছে। পাল্টা জবাব দিয়েছে পাকিস্তানও। এতে ভারতের অন্তত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরব হলেন শচীন টেন্ডুলকার।

ভারতের ব্যাটিং কিংবদন্তি টেন্ডুলকার আজ বুধবার দুপুরে নিজের ভেরিফায়েড সোশ্যাল অ্যাকাউন্টে লিখেছেন, ‘ঐক্যে নির্ভীক, শক্তিতে অসীম। ভারতের রক্ষাকর্তা হলো তার জনগন। এই পৃথিবীতে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। আমরা সবাই ঐক্যবদ্ধ। জয় হিন্দ।’

উল্লেখ্য, পেহেলগামে সেই জঙ্গি হামলার ঘটনায় ২৬ জন ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছিল। এই হামলার পেছনে শুরু থেকেই পাকিস্তানকে দায়ী করে আসছে ভারত। এর জেরে তারা পাকিস্তানের বিপক্ষে সবরকম সম্পর্কচ্ছেদ করার সিদ্ধান্ত নিয়েছে, যার প্রভাব পড়েছে ক্রিকেটেও। ভবিষ্যতে আইসিসির ইভেন্টেও পাকিস্তানের বিপক্ষে খেলতে চায় না ভারত।