
বার্সেলোনার কাছে এল ক্ল্যাসিকো তথা কোপা দেল রের ফাইনাল হেরে গেছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লিগের দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের ক্ষণে ক্ষণে ছড়িয়েছে উত্তাপ। রিয়ালের তিন খেলোয়াড় লাল কার্ড দেখেছেন। এদিকে বার্সার ১৭ বছর বয়সী স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল বলেছেন, জয় নিয়ে তার নাকি কোনো সন্দেহ ছিল না।
২০২৪–২৫ মৌসুমে এখন পর্যন্ত তিনবারের দেখায় তিনবারই জিতেছে বার্সা। এর আগে গত জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ৫–২ আর লা লিগায় ৪-০ গোলে জিতেছিল কাতালান ক্লাবটি। সর্বশেষ গতকাল ৩-২ গোলে জেতা ম্যাচে ইয়ামাল কোনো গোল না করলেও দুটি অ্যাসিস্ট করেছেন। ক্ষণে ক্ষণে রিয়ালের দূর্গে তিনি ভীতি ছড়িয়েছেন। ফাইনালের আগেই নাকি তিনি সতীর্থকে বলেছিলেন, ম্যাচে যে পরিস্থিতিই তৈরি হোক; বার্সেলোনাই জিতবে।
খেলা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইয়ামাল বলেন, ‘হোটেলে আমার সঙ্গে আরাউহোর যখন কথা হচ্ছিল, তখন বলেছিলাম “আমরা এক গোল করলেই আর কোনো সমস্যা হবে না। আর যদি ওরা দুই গোল করে ফেলে, তবুও সমস্যা নেই। এই বছর ওরা আমাদের সামলাতে পারবে না।” মাঠের খেলাতেও আমরা সেটাই করে দেখিয়েছি।’