
দেশ ছেড়েছেন তামিম ইকবাল। উন্নত চিকিৎসা নিতে সিঙ্গাপুরের উদ্দেশে উড়াল দিয়েছেন তিনি। সিঙ্গাপুরের ফ্যারারপার্ক হাসপাতালে বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মরিস চু- এর শরণাপন্ন হবেন তামিম।
গত ২৪ মার্চ সোমবার বিকেএসপিতে মোহামেডানের হয়ে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
হেলিকপ্টারে তোলার অবস্থা না থাকায় চিকিৎসা চলেছে বিকেএসপির কাছেই গাজীপুরের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে। যেখানে তার হার্টে ব্লক ধরা পড়ে, পরানো হয় রিংও। রাখা হয় নিবিড় পরিচর্যায়।
অবস্থা খানিকটা স্বাভাবিক হলে ঢাকায় স্থানান্তর করা হয় তামিমকে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তাকে ভর্তি হন তিনি। সেখানে বেশ কয়েকদিন চিকিৎসা নিয়ে ঈদের আগে বাড়ি ফেরেন তামিম।
তখনই জানা যায়, বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে বিদেশে যাবেন তামিম। সেটা হতে পারে থাইল্যান্ড, সিঙ্গাপুর কিংবা লন্ডন। অবশেষে সিঙ্গাপুরেই যাচ্ছেন তিনি। সোমবার রাতে দেশ ত্যাগ করেছেন তিনি।
রাত ১২টার একটি ফ্লাইটে সিঙ্গাপুর রওয়ানা হন তিনি। এ সফরে তামিম ইকবালের সাথে যাচ্ছেন তার স্ত্রী আয়েশা ইকবাল, বড় ভাই নাফিস ইকবাল এবং বন্ধু মিনহাজ।