Image description

ফিফা ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের ইতিহাসের সবচেয়ে বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকা অঞ্চলে বাছাইপর্বে প্রায় দুই তৃতীয়াংশ ম্যাচ খেলে ফেললেও ভালো অবস্থানে নেই রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বাদপড়ার শঙ্কা না থাকলেও বেশ কঠিন পরীক্ষার মধ্য দিয়েই যেতে হচ্ছে সেলেসাওদের। অর্থাৎ পা হড়কালেই খাঁদে পড়তে হতে পারে।

১২ ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে থাকা ব্রাজিল, মার্চ উইন্ডোতে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে খেলবে। ম্যাচ দুটি জিতলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের আরেকটি বিশ্বকাপ খেলা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে।

অন্যদিকে অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়াই মার্চের বাছাইপর্বে দুটি ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। উরুগুয়ে ও ব্রাজিলকে হারালেই ২০২৬ বিশ্বকাপ খেলা নিশ্চিত করে ফেলবে আর্জেন্টাইনরা। ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে কনমেবলে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরাই শীর্ষে আছে।

আগামী ২১ মার্চ মুখোমুখি হবে কলম্বিয়া-ব্রাজিল। ম্যাচটি অনুষ্ঠিত হবে  বাংলাদেশ সময় সকাল ৬টা ৪৫ মিনিটে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ব্রাজিলের ব্রাসিলিয়ায়।

আগামী ২২ মার্চ মুখোমুখি হবে উরুগুয়ে-আর্জেন্টিনা। খেলাটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে। ম্যাচটি অনুষ্ঠিত হবে উরুগুয়ের মন্টেভিডিওতে।

আগামী ২৬ মার্চ মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। খেলাটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময়  সকাল ৬টায়। খেলাটি হবে আর্জেন্টিনার বুয়েনস এইরেসে।