
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বর্তমান সরকার ফ্যাসিবাদী ভাষায় কথা বলছে এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে।
তিনি অভিযোগ করেন, অতীতে শেখ হাসিনা উন্নয়নকে গণতন্ত্রের আগে রেখেছিলেন, আর এখন অন্তর্বর্তীকালীন সরকারের অনেকেই বলছেন—আগে সংস্কার, পরে নির্বাচন। টুকুর মতে, এটি মূলত ফ্যাসিবাদী চিন্তারই প্রতিফলন।
এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘এক সময় দেশে সন্ত্রাসের রাজত্ব ছিল, মানুষ নিজের অধিকার প্রতিষ্ঠা করতে পারত না, কথা বলার স্বাধীনতা ছিল না। কিন্তু শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতনের পর আমরা আজ ফ্যাসিবাদমুক্ত পরিবেশে কর্মসূচি পালন করতে পারছি। এর পেছনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ছাত্র সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’’
তিনি আরও বলেন, ‘‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকারীদের মধ্যে অনৈক্য তৈরির চেষ্টা চলছে এবং এর পেছনে সরকারের মদদ রয়েছে। কারণ, যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছে, তারা যদি বিভক্ত হয়ে পড়ে, তাহলে এর একমাত্র লাভবান হবে খুনি হাসিনা ও তার সরকার।’’
বর্তমান সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে টুকু বলেন, ‘‘সরকারের মধ্যে এখনো ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে আছে এবং তারাই বিভিন্নভাবে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। না হলে কীভাবে আজ দেশে শিশু ধর্ষণের মতো ঘটনা ঘটে? এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’’
তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘‘যদি আমরা বিচ্ছিন্ন হয়ে যাই, তাহলে ফ্যাসিবাদ সুযোগ নেবে। ষড়যন্ত্রকারীরা আবারও দেশে স্বৈরশাসনের আবির্ভাব ঘটাতে পারে। তাই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।’’
বিএনপির ৩১ দফা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘তারেক রহমান ইতিমধ্যে জাতির সামনে ৩১ দফা উপস্থাপন করেছেন, যেখানে দেশের ভবিষ্যৎ সংস্কারের কথা বলা হয়েছে। কিন্তু আজ সরকারও বলছে—আগে সংস্কার, পরে নির্বাচন। এটি শেখ হাসিনার অতীত বক্তব্যেরই প্রতিধ্বনি।’’
তিনি জোর দিয়ে বলেন, ‘‘আমরা যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, ইনশাল্লাহ আমরা একসঙ্গে নির্বাচনে জিতি বা পরাজিত হই, সবাই মিলে জাতীয় সরকার গঠন করব এবং ঐক্যবদ্ধভাবে পথ চলব। বিএনপি কাউকে বাদ দিয়ে রাজনীতি করবে না, বরং গণতান্ত্রিক শক্তিকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাবে।’’
সালাউদ্দিন টুকু বলেন, ‘‘আমরা আর কখনো এই দেশে সন্ত্রাসের রাজনীতি কায়েম হতে দেব না। সকলে মিলে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব, যেখানে জনগণের অধিকার সুরক্ষিত থাকবে এবং ফ্যাসিবাদের কোনো স্থান থাকবে না।’’
ভিডিও দেখুন: https://youtu.be/71P3P5Y-yt4?si=V0HJFjOKhk37P_ft