বিনোদন


আরও - বিশ্ব

img

‘একটা চাদর হবে’ গানের শিল্পী সুমন মারা গেছেন

১৬ বছরের বিরতির পর গত বছর আবারও সংগীতে ফেরেন সুমন। ‘আসমান জমিন’ গানটির মাধ্যমে নতুন করে শ্রোতাদের দৃষ্টি কাড়েন তিনি। এরপর নিয়মিতই নতুন গান প্রকাশ করছিলেন। গায়ক জেনস সুমনের মৃত্যুতে সংগীতজগতে শোকের ছায়া নেমে এসেছে।    

img

সোশাল মিডিয়ায় নতুন ট্রেন্ড, সংখ্যা এঁকে কি বোঝাচ্ছেন নারী তারকারা?

সামাজিক যোগাযোগমাধ্যমে ডিজিটাল হয়রানির প্রতিবাদ জানাতে সংখ্যার আন্দোলন শুরু করেছেন অভিনয়শিল্পী, গায়িকা ও কলাকুশলীরা। হাতে-গালে-কপালে সংখ্যা লিখে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন তারা। প্রতিদিন একজন শিল্পী যতবার সাইবার বুলিংয়ের শিকার হন, সেই সংখ্যাই লিখে প্রকাশ করছেন তারা।

Page 1 of 12