
নতুন সামাজিক যোগাযোগমাধ্যম তৈরি করেছে তুরস্ক। নাম নেক্সট সোশ্যাল (Next Sosyal)। যোগাযোগমাধ্যমটি স্বল্প সময়ের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। বেটা সংস্করণ চালুর পর মাত্র ছয় সপ্তাহের মধ্যেই প্ল্যাটফর্মটির ব্যবহারকারী সংখ্যা এক মিলিয়ন ছাড়িয়েছে। এতে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানও নিজস্ব অ্যাকাউন্ট খুলে প্রথম পোস্ট দিয়েছেন।
এক ঘোষণায় টেকনোফেস্ট নির্বাহী বোর্ড ও তুরস্ক টেকনোলজি টিম ফাউন্ডেশন (টি৩ ফাউন্ডেশন)-এর চেয়ারম্যান সেলজুক বায়রাকতার নিশ্চিত করেন, নেক্সট সোশ্যালের ব্যবহারকারী সংখ্যা এক মিলিয়ন অতিক্রম করেছে।
প্ল্যাটফর্মটিকে আরও জনপ্রিয় করতে বিশেষ গিভঅ্যাওয়ে ঘোষণা করা হয়েছে। ২২ আগস্ট পর্যন্ত #NSosyal এবং #NSosyalBenim হ্যাশট্যাগ ব্যবহার করে পোস্ট করা অংশগ্রহণকারীরা ইলেকট্রিক সাইকেল, প্লেস্টেশন, গোপ্রো, মনস্টার কম্পিউটার, ট্যাবলেট, মোবাইল ফোন, স্মার্টওয়াচ ও ব্লুটুথ হেডফোনের মতো পুরস্কার জেতার সুযোগ পাবেন।
নেক্সট সোশ্যাল ৪ জুলাই বেটা সংস্করণে উন্মুক্ত হয়। অল্প সময়ের মধ্যেই এটি মোবাইল স্টোরে “সোশ্যাল নেটওয়ার্ক” বিভাগে সবচেয়ে জনপ্রিয় ফ্রি অ্যাপে পরিণত হয়েছে। খবর, প্রযুক্তি, জীবনধারা ও চলতি ঘটনাবলী শেয়ারের জন্য তৈরি এ প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ দিচ্ছে।
প্ল্যাটফর্মটির অন্যতম বৈশিষ্ট্য হলো, এটি ভুয়া তথ্য, অশালীন ভাষা, বট অ্যাকাউন্ট ও বিভ্রান্তিকর অ্যালগরিদমমুক্ত। পাশাপাশি এতে সংযুক্ত করা হয়েছে টি৩ ফাউন্ডেশন ও বাইকারের যৌথ উদ্যোগে তৈরি তুর্কি বৃহৎ ভাষা মডেল T3 AI, যা ব্যবহারকারীদের ট্যাগকৃত পোস্টে দ্রুত সাড়া দিয়ে এনগেজমেন্ট বাড়াচ্ছে। তরুণ প্রোগ্রামারদের তৈরি বিভিন্ন অ্যাপ্লিকেশন ভুয়া তথ্য শনাক্তকরণের মতো ফিচারের মাধ্যমে প্ল্যাটফর্মটির নির্ভরযোগ্যতা আরও বৃদ্ধি করেছে।
সূত্র: আনাদোলু এজেন্সি