Image description

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর শুরুর প্রায় ২৪ ঘণ্টা আগেই মালিকানা ছাড়ার কারণে বড় ধরনের সমালোচনা ও সম্মানহানির মুখে পড়েছিল চট্টগ্রাম রয়্যালস। তবে বিসিবি দলটির দায়িত্ব নেওয়ার পর ধীরে ধীরে বদলাতে শুরু করে পরিস্থিতি। যদিও সোমবার (৫ জানুয়ারি) রংপুর রাইডার্সের কাছে হেরেছে দলটি, কিন্তু পারফরম্যান্সে মোটেই হতাশ করেনি চট্টগ্রাম। যদিও ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে দলটির ব্যাটিং কোচ তুষার ইমরান আক্ষেপের সুরেই জানান, ছোট ছোট ভুলেই ম্যাচ হাতছাড়া হয়েছে।

তুষার বলেন, ‘আমার কাছে মনে হয় শুরুতে আমরা ভালো ব্যাট করেছি। বোলিংয়ে শুরুর ৬ ওভারে বেশি রান দিয়ে ফেলেছি। ৮-১৫ ওভারে মোমেন্টাম ফিরে পেয়েছিলাম, পরে এক ওভারে রিয়াদ ১৮-২০ রান নিলো, এরপর চলে গেল। ভালোই যাচ্ছে। আগের ৩ ম্যাচ জিতেছি। তারা বেটার সাইড, জিততে পারলে ভালো লাগতো আরকি।’

তিনি আরও বলেন, ‘প্রথম খেলাটা (ম্যাচে নোয়াখালী এক্সপ্রেস) অল্প রানে অলআউট হয়েছে। পরে চেইজ করেছে। রাতে একটু রান হয়, সেক্ষেত্রে উইকেট ভালোই হয়েছে এখন পর্যন্ত। শেষ পর্যন্ত থাকে কিনা দেখা যাক।’

শুরুর দিকের অব্যবস্থাপনা ও মাঠের বর্তমান পারফরম্যান্স নিয়ে তুষার, ‘বোর্ড দায়িত্ব নেওয়ার পর থেকে প্লেয়াররা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে ভালো খেলার। সেটা করে দেখাচ্ছে মাঠে। ম্যানেজমেন্ট থেকে সাপোর্ট পাচ্ছি। (হাবিবুল বাশার) সুমন ভাই, নাফীস ইকবাল এরা টপ ম্যানেজমেন্ট বিসিবির মধ্যে। তারাও বুস্ট আপ করেছে আমাদেরকে।’

চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়াই প্রসঙ্গে তুষার বলেন, ‘দেখা যাক, কোয়ালিফাই করতে পারলে ভালো। ৬ ম্যাচ জিততে পারলে হয়তো শেষ চারে যেতে পারব। সেখানে জিততে পারলে ফাইনালে যেতে পারব। আপাতত শেষ চার টার্গেট। এখনো অনেক ম্যাচ বাকি। এমন উইকেটে আমরা ভালো খেলছি। আশা করি প্লেয়াররা এরকম ভালো খেলতে পারলে আমরাও ম্যাচ জিততে পারব।’