Image description

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করা শুরু হয়ে গেছে। এবার সেই তালিকায় যুক্ত হলো দক্ষিণ আফ্রিকা। তবে অনেকটা চমক রেখেই ১৫ সদস্যের স্কোয়াড দিয়ে দেশটির ক্রিকেট বোর্ড। দল থেকে বাদ পড়েছেন দারুণ ফর্মে থাকা ট্রিস্টান স্টাবস ও রায়ান রিকেলটন।

এই দুই তারকা ক্রিকেটারের সঙ্গে বিশ্বকাপের দলে জায়গা হয়নি ওপেনার রেজা হ্যানড্রিকস ও রাশি ভ্যান ডার ডুসেনের। এদিকে দলে জায়গা পেয়েছেন জেসন স্মিথ, জর্জ লিন্ডে এবং কেনা মাফাকা।

দল ঘোষণার পর নির্বাচক প্যাট্রিক মারোনি বলেন, ‘‘কিছু এমন সিদ্ধান্ত নিতে হয়েছে, যা মোটেও সহজ ছিল না। কিন্তু আমাদের হাতে কিছু করারও ছিল না। তবে আমরা বিশ্বাস করি, এই স্কোয়াডটাই ভারত ও শ্রীলঙ্কার কন্ডিশনে সফল হওয়ার জন্য সর্বাধিক যোগ্য।’’


এদিকে দক্ষিণ আফ্রিকার হেড কোচ শুকরি কনরাড বলেন, ‘‘সাম্প্রতিক সময়ে ভারতে খেলার অভিজ্ঞতা এই টুর্নামেন্টে কাজে দেবে। নির্বাচিত অনেক ক্রিকেটারেই ওই সফরে ছিলেন।’’

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আরও একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। সেই সিরিজের দল আরও পরে ঘোষণা করা হবে।

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি স্কোয়াড:

এইডেন মারক্রাম (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, করবিন বোশ, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, ডোনোভান ফেরেইরা, মার্কো ইয়ানসেন, জর্জ লিন্ডে, কেশব মহারাজ, কেনা মাফাকা, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, এনরিখ নরকিয়া, কাগিসো রাবাদা ও জেসন স্মিথ।