রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ভিনিসিয়ুস জুনিয়রের নতুন চুক্তি নিয়ে আলোচনা এখন স্থবির। যদিও তার বর্তমান চুক্তি ২০২৭ সালের জুন পর্যন্ত বলবৎ, তবুও নতুন চুক্তি নিয়ে যে অগ্রগতি হওয়ার কথা ছিল, তা আর এগোয়নি। সূত্রের তথ্য অনুযায়ী, নতুন চুক্তি নিয়ে আলোচনা ২০২৬ সালের বিশ্বকাপ পর্যন্ত শুরু হওয়ার সম্ভাবনা কম।
ভিনিসিয়ুসের কোচ জাবি আলোনসোর সঙ্গে সম্পর্কও ভালো না। শেষ কয়েক মাসে তাকে চারবার মূল দলের বাইরে রাখা হয়েছে। এছাড়াও অক্টোবরের এল ক্লাসিকোতেও তাকে বদলি করা হয়েছে, যা নিয়ে ভিনিসিয়ুস প্রকাশ্যে অসন্তোষ দেখিয়েছেন।
মে মাসে দুই পক্ষ প্রাথমিকভাবে আর্থিক শর্তে একমত হয়েছিল। প্রস্তাব ছিল বছরে ২০ মিলিয়ন ইউরো বেতন ও ১০ মিলিয়ন ইউরোর বোনাস। তবে পরে খেলোয়াড়পক্ষের দাবি অনুযায়ী বোনাস বাদ পড়ে, আর ক্লাবের পক্ষ বলছে খেলোয়াড়পক্ষই প্রাথমিক চুক্তি থেকে সরে গেছে। এরপর আলোচনা থেমে যায়।
বর্তমানে তার বার্ষিক নেট আয় প্রায় ১৭ মিলিয়ন ইউরো। ভিনিসিয়ুসের এজেন্টরা মনে করছেন, ২০৩০ পর্যন্ত দীর্ঘমেয়াদি চুক্তির বিনিময়ে সামান্য বেতন বৃদ্ধিই যথেষ্ট নয়। এমবাপ্পের বড় সাইনিং বোনাসও নতুন জটিলতা সৃষ্টি করেছে এবং তারা চান সমমানের অর্থনৈতিক মূল্যায়ন।
মাঠে ভিনিসিয়ুস ও এমবাপ্পের সম্পর্ক ভালো হলেও আলোনসোর সঙ্গে ভিনির বিরোধ ক্লাবের জন্য উদ্বেগের। ক্লাসিকোর পর সোশ্যাল মিডিয়ায় তিনি প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছেন।
তবুও রিয়াল মাদ্রিদ আশা করছে, তারা ভিনিসিয়ুসকে ধরে রাখতে পারবে। ২০১৮ সালে মাদ্রিদে যোগদানের পর থেকে তিনি দুইবার চ্যাম্পিয়নস লিগ ও তিনবার লা লিগা জিতেছেন। ব্রাজিল দলে তিনি এখনও মূল খেলোয়াড়দের মধ্যে অন্যতম।