Image description

জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত জাতীয় দলের কোচিং প্যানেলে তাঁকে যুক্ত করার বিষয়টি নিয়েই যোগাযোগ করেছে বোর্ড। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আশরাফুল নিজেই।

তবে আশরাফুলের কোচ হওয়ার বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। ঠিক কোন ভূমিকায় তাঁকে দেখা যেতে পারে, ব্যাটিং কোচ নাকি অন্য কোনো দায়িত্বে—সেটা এখনো চূড়ান্ত হয়নি।

আজ মঙ্গলবার রাতে মুঠোফোনে আশরাফুল বলেন, ‘হ্যাঁ, বোর্ড থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এখনো আলোচনা চলছে। সবকিছুই প্রাথমিক পর্যায়ে আছে। কিছুদিন ধরে কথা হচ্ছে, তবে আমি ব্যাটিং কোচ হব কি না বা অন্য কোনো দায়িত্বে থাকব, সেটি এখনো নিশ্চিত নয়।’

এর আগে ২০২৪ সালের শেষ দিকে জাতীয় দলের কোচিং প্যানেলে যোগ দেন ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় মুখ মোহাম্মদ সালাউদ্দিন। তাঁর পদবি নির্ধারিত হয়েছিল সিনিয়র সহকারী কোচ হিসেবে। প্রথমে চুক্তি ছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত, পরে তা বাড়িয়ে ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত করা হয়।

তবে গেল এক বছরে জাতীয় দলের ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতায় প্রশ্ন উঠেছে সালাউদ্দিনের ভূমিকা নিয়ে। সাম্প্রতিক এশিয়া কাপ ও আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাটিং ব্যর্থতার পর নতুন ব্যাটিং কোচ নিয়োগের বিষয়টি বোর্ডে আলোচনায় আসে। বিসিবির এক পরিচালকও জানিয়েছেন, পরবর্তী বোর্ড সভায় বিষয়টি আনুষ্ঠানিকভাবে আলোচনা হতে পারে।

উল্লেখ্য, কোচিংয়ের দিক থেকে সালাউদ্দিন মূলত একজন মিডিয়াম পেসার হলেও সাম্প্রতিক সময়ে দায়িত্ব পালন করছেন ব্যাটিং কোচ হিসেবে। আশরাফুলকে যদি কোচের দায়িত্ব দেওয়া হয়, তবে নিশ্চত ভাবেই বাদ পড়তে পারেন সালাউদ্দিন।