Image description

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের হত্যাযজ্ঞ কিছুতেই থামছে না। প্রতিবাদে ফুঁসছে গোটা বিশ্ব। 

এমন অস্থির সময়ে বিশ্বকাপ বাছাই ম্যাচে ইসরাইলের মুখোমুখি হওয়ার আগে ইতালির কোচ জেনারো গাত্তুসো জানালেন, গাজার মানুষের জন্য তারও মন কাঁদছে। আগামী মঙ্গলবার উদিনেতে ইসরাইলকে আতিথ্য দেবে ইতালি। 

ম্যাচটি বাতিল করার দাবিতে ইতালিতে চলছে তোলপাড়। উদিনে শহরের মেয়রও ম্যাচটি স্থগিত করতে বলেছেন। কিন্তু বিশ্বকাপে খেলার আশা বাঁচিয়ে রাখতে বাধ্য হয়েই শেষ পর্যন্ত ইসরাইলের বিপক্ষে খেলতে হবে ইতালিকে। 

এ নিয়ে আক্ষেপ করে গাত্তুসো বলেছেন, ‘গাজায় যা হচ্ছে খুবই বেদনাদায়ক। বিশেষ করে নিষ্পাপ মানুষ ও শিশুদের ওপর যা হচ্ছে। হৃদয়কে ক্ষতবিক্ষত করে দেয় এই হত্যাযজ্ঞ। মন কাঁদলেও ম্যাচটি আমাদের খেলতে হবে। না খেললে ৩-০ ব্যবধানে আমাদের হার ধরে নেওয়া হবে।’