Image description
 

প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে সিলেটে ছিল শোকের ছায়া। মঙ্গলবার সকালে মৃত্যুর সংবাদ ছড়িয়ে প্রচার পরই সিলেটজুড়ে শোক নেমে আসে। লোকজন বিভিন্নভাবে তাদের সমবেদনা ও মরহুমার প্রতি মমত্ব প্রকাশ করেছেন।

 
 

রাজনৈতিক নেতাকর্মী, পেশাজীবি, শিক্ষাবিদ, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ মহিয়সী এই নারীর মৃত্যুতে শোক জানিয়েছেন। বুধবার অর্ধদিবস সিলেটের দোকানপাঠ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ব্যবসায়ী সমিতি। সিলেট প্রেস ক্লাবের অনুষ্ঠিতব্য ৩১ ডিসেম্বরের নির্বাচন স্থগিত করে একদিন পিছিয়ে দেওয়া হয়েছে।

 

দেশের গণতন্ত্র ও অধিকারের প্রশ্নে আপসহীন নেত্রী খালেদা জিয়ার মৃত্যুর খবরে শোকাহত সিলেটের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তার স্মৃতিচারণ করে শোক জানিয়ে বার্তা দিয়েছেন। সিলেট নগরীর হজরত শাহজালাল (রহ.) দরগাহসহ নগর ও জেলার বিভিন্ন উপজেলায় কোরআনখানি এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল থেকে বিএনপির সিলেট কার্যালয়ে শোক পাতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি শুরু হয়।

 

এদিকে, বুধবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত সিলেটের সব মার্কেট আধাবেলা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা। বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন এই তথ্য জানিয়েছেন।

 

দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজার মাদরাসা, নয়াসড়ক মাদরাসা, কাজির বাজার মাদরাসা, দারুস সালাম মাদরাসার উদ্যোগে কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

 

সন্ধ্যায় সিলেট প্রেস ক্লাবের উদ্যোগ দোয়া এবং সকালে নগরের কুমারপাড়ার নিজ কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করেন চেয়ারপারসের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। এতে মোনাজাত পরিচালনা করেন দরগাহ মসজিদের ইমাম ও খতিব মাওলানা আসজাদ আহমদ।