ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির আসন ঢাকা-৮ থেকে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমা দেন তিনি।
এনসিপির প্রতীক শাপলা কলি নিয়ে নির্বাচনে লড়বে জানিয়ে নাসীরুদ্দিন পাটোয়ারী বলেন, হাদির প্রত্যাশিত আসনে আমি দাঁড়িয়েছি তার স্বপ্ন দেখা সকল কাজ করার জন্য।
তিনি বলেন, ঢাকা-৮ আসনে কেউ দাঁড়াতে চায় না, কারণ এখানে অনেক চ্যালেঞ্জ আছে। এটা হাদি ভাইয়ের আসন। এখানে তিনি শহীদ হয়েছে। আমি যদি শহীদ হই তাহলে আপনারা বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাবেন।