Image description

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নীলফামারী-১ আসনে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে উত্তাল হয়ে উঠেছে ডোমার ও ডিমলা উপজেলা। জোটের প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর নাম ঘোষণার প্রতিবাদে বিএনপি নেতাকর্মী ও স্থানীয় জনগণ বিভিন্ন কর্মসূচি পালন করছেন।

তাদের দাবি, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগনে ও সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে এ আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণা করতে হবে। অন্যথায় জোট প্রার্থীকে বয়কট করা হবে।

শুক্রবার দিনভর ডোমারে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সন্ধ্যার পর ডোমার পৌর শহরে একটি মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। রেলগেট মোড় থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাটার মোড়ে গিয়ে সমাবেশে পরিণত হয়। সমাবেশে বক্তব্য দেন ডোমার উপজেলা বিএনপির সাবেক সভাপতি রিয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান প্রমুখ।

একই দিন বিকালে ডোমার উপজেলার গোমনাতি বাজারে সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন ধানের শীষের কর্মী-সমর্থকরা। সেখানে বক্তব্য দেন উপজেলা কৃষক দলের সভাপতি আফজাল হোসেন চৌধুরী হিরু, গোমনাতি ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইদ্রিস আলী চৌধুরী লেবু প্রমুখ।

বক্তারা বলেন, এ আসনে জোটের প্রার্থী চাপিয়ে দেওয়া হলে তা হবে আত্মঘাতী সিদ্ধান্ত। ডোমার-ডিমলা আসনে তুহিন একজন জনপ্রিয় ও হেভিওয়েট প্রার্থী। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তার কোনো বিকল্প নেই। তারা আরো বলেন, রাজনৈতিক বাস্তবতা ও জনমতের সঙ্গে সাংঘর্ষিক সিদ্ধান্ত নিলে নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ আরো বাড়বে। এ অবস্থায় দ্রুত সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য কেন্দ্রীয় বিএনপির প্রতি জোর দাবি জানান বক্তারা।

গত ২৩ ডিসেম্বর বিকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নীলফামারী-১ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর নাম ঘোষণা করেন।