জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের একটি বক্তব্য বিকৃত করে প্রচার করেছে দেশের শীর্ষস্থান বেশ কয়েকটি মিডিয়া। এর মধ্যে রয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, ডিভিসি টেলিভিশন এবং দেশ টিভি।
মঙ্গলবার বিজয় দিবসের এক অনুষ্ঠানে জামায়াতের আমির আওয়ামী লীগের উদ্দেশ্যে বলেন, “তিনবার তারা ক্ষমতায় এসে বাংলাদেশকে ছোপ ছোপ রক্ত আর কাড়ি কাড়ি লাশ উপহার দিয়েছে। ৯৬ সালের ক্ষমতায় আসার আগে হাত জোড় করে তারা জনগণের কাছে ক্ষমা চেয়েছে, "অতীতে আমাদের দল বাংলাদেশের মানুষের সাথে যে অন্যায় আচরণ করেছে, যে জুলুম করেছে, আমরা বিনা শর্তে মাফ চাই। একটি বারের জন্য আমাদেরকে ক্ষমতায় নিন। আমরা ভালো হয়ে গেছি। এখন দেশের জন্য ভাল কিছু করতে চাই। হাতে তসবি ছিল। মাথায় ঘোমটা ছিল। (মানুষ) সহজ সরলভাবে ধারণা করেছিল তাদের মানসিকতা পরিবর্তন হয়েছে। কিন্তা না, যখনই তারা মসনদে বসলেন তারা আপন রূপে আত্মপ্রকাশ করলেন।”
এই বক্তব্যর অংশ বিশেষ বেছে নিয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকা শিরোনাম করেছে, “আমরা ভালো হয়ে গেছি, এখন দেশের জন্য ভালো কিছু করতে চাই: নিঃশর্ত ক্ষমা চেয়ে জামায়াত আমির”।
প্রকৃতপক্ষে শফিক এই বক্তব্য তার দলের বিষয়ে বলেননি, বলেছেন আওয়ামী লীগের বিষয়ে।
পত্রিকাটি এই ঘটনায় একটি প্রতিবেদনের পাশাপাশি তাদের ফেসবুক পেইজে একটি ভিডিও এবং একটি ফটোকার্ড প্রকাশ করেছে। সবখানেই শফিকের উদ্ধৃতিটিকে বিকৃত করে প্রকাশ করেছে।
পরে সামাজিক মাধ্যমে সমালোচনা শুরু হলে সবগুলো প্রতিবেদন ও পোস্ট সরিয়ে দু:খ প্রকাশ করেছে পত্রিকাটি।
এই ঘটনায় বিভ্রান্তিকর শিরোনাম করেছে বিডিনিউজ এভাবে, “আমরা ভালো হয়ে গেছি: জামায়াতের আমির”।
বিডিনিউজ পরে প্রতিবেদনটির শিরোনাম ও ফেসবুকের ফটোকার্ড সংশোধন করলেও দু:খ প্রকাশ করেনি।
ডিবিসি টিভি এই বিভ্রান্তিকর শিরোনাম করেছে, “বিনা শর্তে মাফ চাই, আমরা ভালো হয়ে গেছি"। ডিবিসি পরে সংশোধন ও দু:খ প্রকাশ করেছে।
এছাড়া দেশ টিভি একইরকম শিরোনাম করে পরে দু:খ প্রকাশ ছাড়াই সংশোধন করেছে।