বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে হামলা মামলার আসামি যুবলীগ নেতা মোহাম্মদ সায়েমকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পটিয়া পৌর সদরের মুন্সেফ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পটিয়া থানা পুলিশের বিশেষ টিম।
যুবলীগ নেতা মোহাম্মদ সায়েম শোভনদন্ডী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং রশিদাবাদ বলির বাড়ির আবু সৈয়দ দফাদারের ছেলে। তার বিরুদ্ধে শোভনদন্ডী ইউনিয়ন পরিষদের নারী ইউপি সদস্য নাছিমা আকতারকে মারধরসহ আরো কয়েকটি মামলা রয়েছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ইউপি সদস্য ও যুবলীগ নেতা মোহাম্মদ সায়েমের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের তদন্ত সাপেক্ষে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আরো কয়েকটি মামলা রয়েছে।