Image description

নওগাঁর রাণীনগরে অব্যাহতি দেওয়া বেদারুল ইসলাম নামের এক বিএনপি নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা ও দলের ক্ষতি সাধনের অপচেষ্টার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়।

বুধবার (০৩ ডিসেম্বর) জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপনের দলীয় প্যাডে স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি জানা যায়।

সাময়িক বহিষ্কৃত বেদারুল ইসলাম উপজেলার ২নং কাশিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। বহিষ্কৃত চিঠিতে তাকে সাবেক সভাপতি হিসেবে উল্লেখ করা হয়।

বহিষ্কারের বিষয়টি এদিন সন্ধ্যা ৭টায় কালবেলাকে নিশ্চিত করেছেন রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন।

সাময়িক বহিষ্কারাদেশে বলা হয়, ‘দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা ও দলের ক্ষতি সাধনের অপচেষ্টায় নওগাঁ জেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক আপনার দলীয় পদ মর্যাদা হতে দল থেকে সাময়িক বহিষ্কার করা হলো। অদ্য হতে আপনাকে দলীয় সব কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য এবং দলের সব নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের সব নেতাকর্মীদের আপনার সঙ্গে দলীয় কোনো প্রকার যোগাযোগ না রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো।’

এ বিষয়ে সাধারণ সম্পাদক মোসারব হোসেন বলেন, তারেক জিয়া সম্পর্কে ফেসবুকে মানহানিকর পোস্ট করেছিল। সেই কারণে দল থেকে তাকে বহিষ্কার করেছে জেলা বিএনপি। এর আগে বেদারুল তার ফেসবুকে উপজেলা বিএনপির নেতাদের নিয়ে ফেসবুকে মিথ্যে পোস্ট করায় তাকে ৭২ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। জবাব দিতে না পারায় তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

অপরদিকে বারবার ফোন করেও মন্তব্য পাওয়া যায়নি সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা বেদারুল ইসলামের।

এর আগে গত ১৯ জুলাই ফেসবুকে চাঁদাবাজির পোস্ট দিয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন ও হেয় প্রতিপন্ন করার অভিযোগে রানীনগর উপজেলা বিএনপির পক্ষ থেকে বেদারুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরবর্তীতে ২৪ জুলাই এক প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় পদ থেকে তাকে অব্যাহতি দেয় উপজেলা বিএনপি। ইউনিয়ন বিএনপির সভাপতি হয়ে উপজেলা নেতাদের বিরুদ্ধে মিথ্যে পোস্ট করায় দলের ভাবমূর্তি ভীষণভাবে ক্ষুণ্ন ও সাংগঠনিক নিয়ম ভঙ্গ করায় ২নং কাশিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতির পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়। একই বিজ্ঞপ্তিতে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয় রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের স্বাক্ষরিত দলীয় প্যাডের ওই প্রেস বিজ্ঞপ্তিতে।