Image description

আপনাদের ভালোবাসায় সারাজীবন আবদ্ধ ছিলাম, সারাজীবন থাকতে চাই। আপনাদের খেদমত করার সুযোগ যদি আল্লাহ রাব্বুল আলামিন দেন, তাহলে এটাই হবে আমার জীবনের জন্য সবচাইতে বড় পাওয়া।’

বুধবার পেকুয়ায় নির্বাচনি জনসংযোগের শুরুতে সদর ইউনিয়নের বাগুজারা সাঁকোরপাড় এলাকায় কর্মী-সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমেদ এসব কথা বলেন।

 

মঙ্গলবার মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নিজ জন্মভূমি পেকুয়ায় নির্বাচনি জনসংযোগ শুরু করছেন তিনি। চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে তিনি প্রথম দিনের মতো নির্বাচনি জনসংযোগ করেছেন।

বুধবার পেকুয়ায় নির্বাচনি জনসংযোগের শুরুতে তিনি বলেন, জীবনের শেষমুহূর্ত পর্যন্ত এ দেশে, এ দেশের  মানুষের সেবা করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করুন এই মোনাজাত করি। পেকুয়া উপজেলায় আমার নির্বাচনি প্রচারণা শুরু করেছি। 

সালাহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের পুরোদমে কার্যক্রম যখন শুরু হবে, তখন ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করব, তার আগে আমার একটা অনুরোধ আপনাদের সবাইকে- আমাদের পক্ষ থেকে, ধানের শীষের পক্ষ থেকে, বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে, একটি সালাম পৌঁছিয়ে দিবেন ঘরে ঘরে। এ সময় বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন তিনি। 

তিনি আরও বলেন, এ দেশ, এ দেশের মানুষ এবং এ দেশের মাটি আমার প্রাণের মধ্যে। আগামীতে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বপ্রাপ্ত হয়, সরকার গঠন করে তাহলে এই চকরিয়া-পেকুয়াতে ভরপুর উন্নয়ন হবে। উন্নয়ন পরিকল্পনা আপনাদের সাথে আলাপ - আলোচনা করেই করা হবে। 

শিলখালী ও বারবাকিয়া বাজারে জনসংযোগ শেষ করে টইটং ইউনিয়নের ধনিয়াকাটা স্টেশনে বক্তব্য দেন সালাহউদ্দিন আহমেদ। তখন তিনি বলেন, ১২-১৪ বছর পরে আপনাদের দেখতে আসতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আপনারা দোয়া করছিলেন বলে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। হত্যা করার উদ্দেশ্যে শেখ হাসিনার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমাকে গুম করেছিল। আল্লাহ আমার হায়াত রেখেছিলেন এবং আপনাদের দোয়ায় বেঁচে ফিরেছি। 

বুধবার পেকুয়া উপজেলায় প্রথম দিনের গণসংযোগে উপস্থিত ছিলেন- চকরিয়া- পেকুয়ার সাবেক সংসদ সদস্য হাছিনা আহমেদ, পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর রহমান হৃদয়সহ দলীয় নেতাকর্মীরা।

বৃহস্পতিবার উপজেলার মগনামা, উজানটিয়া ইউনিয়নের গণসংযোগ করবেন সালাহউদ্দিন আহমেদ।