Image description

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস উপলক্ষে কোনো কর্মসূচি হয়নি—এ দাবি করে ফেসবুকে পোস্ট দেওয়ার ৩০ মিনিটের মধ্যেই তা ডিলিট করেছেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার। তার করা দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ডাকসুর প্রকাশিত তথ্যের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় পোস্টটি ভুয়া বলে প্রমাণিত হয়। এছাড়াও অনেকে তার পোস্টে কর্মসূচির প্রমাণ দিলে পরে তিনি পোস্টটি ডিলিট করে দেন।

 

এর আগে সোমবার (১ ডিসেম্বর) রাতে আবু বাকের মজুমদার তার ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ‘প্রতিবছর বিজয়ের মাসের প্রথম দিন থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নানা উদ্যোগ দেখা যায়। গতবছর ১ ডিসেম্বর বিজয় র‌্যালির আয়োজন করা হলেও এ বছর “কাদের প্রেসক্রিপশনে” বিশ্ববিদ্যালয় কোনো উদ্যোগ নেয়নি—এ প্রশ্নের উত্তর তিনি জানতে পারেননি বলে উল্লেখ করেন। লিস্টে থাকা বাংলাদেশপন্থী সাংবাদিকদের কাছে তিনি এ বিষয়ে অনুসন্ধানের অনুরোধ করেন। তিনি আরও জানান, প্রকাশিত ছবিগুলো গতবছরের।’

 

তবে তার দাবি সঠিক নয়। কারণ একই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বর্ণাঢ্য বিজয় র‌্যালির তথ্য ও ছবি প্রকাশ করেন ডাকসুর ভাইস প্রেসিডেন্ট (ভিপি) সাদিক কায়েম। 

 

তিনি ফেসবুকে জানান, মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আজ পহেলা ডিসেম্বর সকাল ৯টায় অপরাজেয় বাংলা থেকে র‌্যালি শুরু হয়, যা টিএসসি ঘুরে স্মৃতি চিরন্তন চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে সকাল ৮টা ৪৫ মিনিটে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অপরাজেয় বাংলার পাদদেশে সমবেত হন।

 

র‌্যালির নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। এতে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ডাকসুর জিএস এস এম ফরহাদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদসহ সিনেট-সিন্ডিকেট সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, প্রভোস্ট এবং বহু শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। স্মৃতি চিরন্তন চত্বরে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের তত্ত্বাবধানে মুক্তিযুদ্ধ ও বিজয় দিবসভিত্তিক দেশাত্মবোধক গান পরিবেশের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

 

তারও আগে একই দিন সকালে ‘ঐক্যই আমাদের শক্তি’ স্লোগানে বিজয় র‌্যালি শেষে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, প্রয়োজনের মুহূর্তে এ জাতি সব সময়ই ঐক্যবদ্ধ হতে জানে। পরে ঢাবির জনসংযোগ দফতরের উপ-পরিচালক ফররুখ মাহমুদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যালির বিস্তারিত জানানো হয়, যেখানে সময়, স্থাপনা ও অংশগ্রহণকারীদের সম্পূর্ণ তথ্য তুলে ধরা হয়।

 

ঢাবি প্রশাসন ও ডাকসুর সরবরাহ করা এ তথ্য-চিত্র বিষয়টি স্পষ্ট হলে আবু বাকের মজুমদারের দাবি ভিত্তিহীন প্রমাণিত হয়। তারপর তিনি তার পোস্টটি মুছে ফেলেন।