চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে ৪০ লিটার বাংলা মদসহ মদের কারখানার সন্ধান পেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনায় ১ জনকে পুলিশে দিয়েছে দেওয়া হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেন বিশ্ববিদ্যায়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কাকন।
ভিডিও দেখা যায়, একটি বড় ড্রামকে ঘিরে অনেকে দাঁড়িয়ে আছে। ড্রামের ঢাকনা তোলার পর দেখা যায় ভেতরে অনেক ভাত পঁচতে দেওয়া হয়েছে।
এ বিষয়ে সহকারী প্রক্টর নুরুল হামিদ কাকন তার ফেসবুক একাউন্টে লিখেন, ‘ভয়াবহ! বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে চলে আসা মদ বানানোর কারখানার সন্ধান! প্রায় ৪০ লিটার সমপরিমাণ বাংলা মদসহ মদ বানানোর কারখানা ধ্বংস ও ১ জনকে জেলে প্রেরণ!’