ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ৬ ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
সোমবার বিকালে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের রশিবপুরা গ্ৰামে চেয়ারম্যান মো. মুনসুর মুন্সীর বাড়িতে অনুষ্ঠিত উঠান বৈঠকে এসব নেতাকর্মীরা যোগদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ফরিদপুর-৪ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী ও জাতীয়তাবাদী কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুলের হাতে ফুল দিয়ে ৬ চেয়ারম্যানসহ শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম খান বাবুল বলেন, ভাঙ্গা সরকারি হাসপাতালটি জিয়াউর রহমানের আমলে ২৫ শয্যাবিশিষ্ট হসপিটাল নির্মাণ করেন। বেগম খালেদা জিয়া ওই হাসপাতালকে ৫০ শয্যায় উন্নীত করেন। ইনশাআল্লাহ আমি এমপি হয়ে বিএনপি ক্ষমতায় গেলে ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল হিসেবে উন্নীত করব। আপনারা জানেন, ভাঙ্গা উপজেলায় বিগত ১৭ বছরে তেমন কোনো উন্নয়ন করেন নাই। ইনশাআল্লাহ আমি আপনাদের ভোটে নির্বাচিত হলে তিন বছরে তার চেয়ে বেশি উন্নয়ন করে দেব।
আওয়ামী লীগের যারা খারাপ তারা পালিয়ে গেছে। যারা ভালো কাজ করবেন তারা আমার সঙ্গে থাকুন আমি আপনাদের সত্যিকারের উন্নয়ন দিব।
ঘারুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মধু মুন্সীর সভাপতিত্বে উঠান বৈঠক আরও উপস্থিত ছিলেন- ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, পৌর বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান পান্না, ভাঙ্গা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে সোবহান শামীম ও সহ-সভাপতি ফারুকুজ্জামান ছট্টু প্রমুখ।
এর আগে ৬ চেয়ারম্যানসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা শহিদুল ইসলাম খান বাবুলের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন।
৬ চেয়ারম্যান হলেন- ভাঙ্গা উপজেলার সাবেক চেয়ারম্যান মো. মোশারফ হোসেন, ঘারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. মনসুর মুন্সী, কালামৃর্ধা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম, আজিমনগর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ শাজাহান হাওলাদার, চান্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন, আজিমনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোতালেব হোসেন। তাদের সঙ্গে আওয়ামী, যুবলীগ ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী শহিদুল ইসলাম বাবুলের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন।
সবশেষে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও সুস্থতা চেয়ে বিশেষভাবে তার জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ফরিদপুর-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মো. শহিদুল ইসলাম খান বাবুল।