Image description

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) নতুন ও সংশোধিত ১৭টি প্রকল্প অনুমোদন দিয়েছে। এর মধ্যে নতুন প্রক্ল্প রয়েছে ১৩টি এবং সংশোধিত প্রকল্প ৪টি। এগুলোর মোট ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ৩২ কোটি ৭৭ লাখ টাকা। এরমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কর্মক্ষমতা হারানো জুলাই যোদ্ধাদের জন্য মিরপুরে ‘১৫৬০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ’ এবং শহীদ পরিবারের জন্য ‘৩৬ জুলাই আবাসিক ফ্ল্যাট নির্মাণ’ প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

 

সোমবার (১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস সভাপতিত্বে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এই সভা হয়। এতে প্রকল্পগুলোর ব্যয় সরকারের নিজস্ব অর্থায়নে ৯ হাজার ৪৫১ কোটি ৮৪ লাখ, প্রকল্প ঋণে ৫ হাজার ৬০৯ কোটি ৭০ লাখ এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়নে ৩৭৯ কোটি ৩১ লাখ টাকা ধরা হয়েছে।

 

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে দুটি বড় প্রকল্প অনুমোদন পেয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কর্মক্ষমতা হারানো জুলাই যোদ্ধাদের জন্য মিরপুরে ‘১৫৬০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ’ এবং শহীদ পরিবারের জন্য ‘৩৬ জুলাই আবাসিক ফ্ল্যাট নির্মাণ’ প্রকল্প অনুমোদিত হয়। এছাড়া বাংলাদেশ সচিবালয়, মন্ত্রী ও সচিব নিবাসের অগ্নিনিরাপত্তা আধুনিকায়নের প্রকল্পও অনুমোদন পেয়েছে।

 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে সোনাগাজী ২২০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এবং তিনটি গ্যাস অনুসন্ধান কূপ খননের প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

সেতু মন্ত্রণালয়ের অধীনে ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬ প্রকল্পের তৃতীয় সংশোধন এবং সিরাজগঞ্জের একটি জেলা মহাসড়ক উন্নীতকরণের প্রকল্প অনুমোদিত হয়।

কৃষি মন্ত্রণালয়ের ‘চট্টগ্রাম কৃষি অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন’ এবং মানসম্পন্ন বীজ আলু উৎপাদন প্রকল্পও অনুমোদন পায়।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ‘নারায়ণগঞ্জ সবুজ ও স্থিতিশীল নগর উন্নয়ন’, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ‘অটিজম সেবাদান কেন্দ্র সংশোধন’, স্বাস্থ্য মন্ত্রণালয়ের তিনটি প্রকল্প এবং শিক্ষা মন্ত্রণালয়ের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার নির্মাণ প্রকল্প অনুমোদন লাভ করে।

সভায় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনসহ অন্যান্য উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।