ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও স্থানীয় আদিবাসী নেতা ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক, এম কফিলউদ্দিন বলেছেন, স্বাধীনতার পর থেকে এই আসন থেকে কখনো কোনো আদিবাসী জনপ্রতিনিধি এমপি বা মন্ত্রী হওয়ার সুযোগ পায়নি। এবার যদি দল আমাকে নমিনেশন দেয়, আমি এই আসনটি বিএনপিকে উপহার দিতে চাই।
সম্প্রতি নির্বাচনী প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি। নেতা-কর্মী ও এলাকার মানুষের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন চাইছেন। কফিলউদ্দিন বলেন, দিন-রাত পরিশ্রম করছি, কাজ করছি মানুষের দোরগোড়ায়। স্থানীয়রা আমার জন্য দোয়া করছেন। কেউ জনবল দিচ্ছেন, কেউ দিচ্ছেন বুদ্ধি–পরামর্শ। আমি আধুনিক উত্তরা গড়ার প্রতিশ্রুতি নিয়ে এগোচ্ছি।
মনোনয়ন প্রসঙ্গে তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে তারা স্থানীয়ভাবে নমিনেশন চান। কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ চেয়ারম্যানও তাদের সাথে কথা বলেছেন বলে দাবি করেন তিনি। চেয়ারম্যান সাহেব আমাদেরকে আশ্বাস দিয়েছেন—এই অঞ্চল থেকে ধানের শীষের প্রতীক তুলে দেওয়া হবে। সে প্রতীক নিয়েই নির্বাচনে যেতে চাই।
প্রতিশ্রুতি ও পরিকল্পনা
এম কফিলউদ্দিন বলেন, নির্বাচিত হতে পারলে সর্বপ্রথম কাজ করবেন রাস্তাঘাট সংস্কারে।
তিনি বলেন, আমাদের এলাকায় এমন কিছু রাস্তা আছে যা অবহেলিত গ্রামের মতো। মানুষের চলাচলের সুবিধা নিশ্চিত করাই হবে প্রথম কাজ। নির্বাচিত হলে তিন মাসের মধ্যে রাস্তাঘাটের কাজ শুরু করার চেষ্টা করবো।”
নিজের প্রশাসনিক অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি আরও জানান, টেন্ডার, প্রকল্প ও উন্নয়ন কাঠামো বিষয়ে তার ধারণা রয়েছে। ছাত্রজীবন থেকেই স্থানীয় উন্নয়নকাজে সম্পৃক্ত ছিলেন বলেও দাবি করেন তিনি।
তার ভাষায়—আমি জানি নগর ভবন কোথায়, এলজিইডি কোথায়, টেন্ডার কীভাবে আনতে হয়। আমার সাধ্যের সর্বোচ্চ দিয়ে জনগণকে সেবা দেবো।”
শেষ বাক্য ঢাকা-১৮ কে মডেল টাউন হিসেবে গড়ে তোলাই হবে তার মূল লক্ষ্য—এমন প্রত্যয় ব্যক্ত করে নির্বাচনী মাঠে ইতোমধ্যেই ঝাঁপিয়ে পড়েছেন মনোনয়ন প্রত্যাশী এম কফিলউদ্দিন।