Image description
 

সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুফল যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায় এটাই হচ্ছে বর্তমান সরকারের মূল লক্ষ্য।

 

মঙ্গলবার দুপুর সাড়ে ৩টায় রংপুরের তারাগঞ্জ উপজেলায় বয়স্ক ভাতা হালনাগাদ কার্যক্রম উপলক্ষ্যে উপজেলার ইকরচালী ইউনিয়নের বরাতি হাইস্কুল মাঠে উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা কালে বাংলাদেশ অন্তবর্তীকালীন সরকারের সমাজকল্যাণ মহিলা ও শিশু উপদেষ্টা শারমীন এস মুর্শিদ এসব কথা বলেন। এ সময় বয়স্কভাতা সুবিধাভোগী শতাধিক নারীপুরুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুরের জেলা প্রশাসক এনামুল আহসান। তিনি বয়স্ক ভাতা বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে মাঠপর্যায়ে আরও কঠোর তদারকির নির্দেশ দেন।

 

সভায় আরও বক্তব্য দেন সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক জিলুফা সুলতানা এবং তারাগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল রানা।

 

বক্তারা বলেন, হালনাগাদ কার্যক্রমের মাধ্যমে প্রকৃত প্রবীণ নাগরিকদের তালিকাভুক্ত করা, অনিয়ম প্রতিরোধ এবং সুবিধাভোগীদের ভাতা প্রাপ্যতা নিশ্চিতে প্রশাসন ও সমাজসেবার যৌথ উদ্যোগ অব্যাহত থাকবে।