Image description

ঝিনাইদহের কালীগঞ্জে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। সোমবার (২৪ নভেম্বর) রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতারা হলেন— কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ডা. নুরুল ইসলাম ও উপজেলা বিএনপির সাবেক সদস্য আশরাফ হোসেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পূর্বে দলীয় শৃঙ্খলা বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গত ১২ জুন ওই দুই নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল।

 
তাদের আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে কালীগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা মনে করছেন, এই পদবীর পুনঃ প্রত্যাবর্তন কালীগঞ্জ উপজেলা বিএনপিকে আরো গতিশীল করে তুলবে।

ডা. নুরুল ইসলাম বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘বহিষ্কারাদেশ প্রত্যাহারের চিঠি পেয়েছি।

 
কালীগঞ্জ উপজেলা বিএনপি সুসংগঠিত করতে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে নিরলসভাবে কাজ করে যাব।’