Image description

ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলে সিঁড়িতে আহত হওয়া ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিমকে দেখতে হাসপাতালে গেলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। আজ সোমবার (২৪ নভেম্বর) হাসপাতালে গিয়ে খোঁজখবর নেন তিনি।  

হামিম বিগত ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী ছিলেন। ভূমিকম্পের ঘটনায় আবাসিক হলের সিঁড়িতে আহত হয়ে বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  

এর আগে উপাচার্য ভূমিকম্পের ঘটনায় আহত হাজী মুহম্মদ মুহসীন হলের শিক্ষার্থী তানজির হোসেনকে দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে যান। উপাচার্য আহত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। তিনি তাদের দ্রুত সুস্থতা কামনা করেন। 

এছাড়া, উপাচার্য বিজয় একাত্তর হলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন করেন।