বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়ায় রাজবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন চৌধুরীকে বহিষ্কার করেছে জেলা বিএনপি।
সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু ও সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম সই করা এক পত্রে তার বহিষ্কারাদেশ জারি করা হয়।
চিঠিতে বলা হয়, গত ১৬ নভেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে রাজবাড়ী-ফরিদপুর প্রধান সড়কের গোয়ালন্দ মোড়ে কেন্দ্রীয়ভাবে ঘোষিত মনোনয়ন পরিবর্তনের দাবিতে একটি মিছিল বের হয়। ওই মিছিলে আকমল হোসেন চৌধুরী বিএনপির মহাসচিবের নামে অশালীন ও কুরুচিপূর্ণ স্লোগান দেন, যা দলীয় শিষ্টাচার ও শৃঙ্খলা পরিপন্থী।
ঘটনার পর তাকে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তবে তার লিখিত জবাব জেলা বিএনপির কাছে অসন্তোষজনক বিবেচিত হওয়ায়, তাকে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বসহ স্থানীয় সব ধরনের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারাদেশ জারির সঙ্গে সঙ্গে তা কার্যকর করা হয়।
বহিষ্কারাদেশের অনুলিপি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে পাঠানো হয়েছে।
জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন সর্বমহলে সমাদৃত রাজনীতিবিদ। অতি উৎসাহের কারণে তার নামে কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে আকমল হোসেন দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে।
প্রসঙ্গত, রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের মনোনয়ন বাতিলের দাবিতে ১৬ নভেম্বর বিকেলে আসলাম গ্রুপের সমর্থকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। ওই বিক্ষোভে আকমল হোসেন বিতর্কিত স্লোগান দিলে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।