Image description

ধানের শীষে ভোট দিয়ে বিএনপির মর্যাদা অক্ষুণ্ন রাখার আহ্বান জানিয়েছেন নারী ও শিশু অধিকার কেন্দ্রীয় ফোরামের আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।

তিনি বলেন, “স্বৈরাচার সরকারের সময়ে মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। দীর্ঘদিন পর আপনাদের ভোট দেওয়ার সুযোগ এসেছে—কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিন, বিএনপির সম্মান রক্ষা করুন, দেশকে ও জনগণকে বাঁচান।”

সোমবার (১৭ নভেম্বর) নড়াইলের নড়াগাতী থানার কাচারী মাঠে আয়োজিত এক নির্বাচনি সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাজে নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠায় বিএনপির অগ্রাধিকার তুলে ধরতে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন অংশীজন।

বেগম সেলিমা রহমান আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে নারীদের নিরাপত্তা, শিশুদের সুরক্ষা ও তাদের উন্নয়ন নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা অনুযায়ী কাজ করবে। তিনি সমাবেশে বিএনপির প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন।

নারী ও শিশু অধিকার ফোরামের সদস্যসচিব ও ঢাকা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামসহ অন্য নেতারা।

সভায় জেলা মহিলা দলের সভাপতি শিরিন জামান, সাধারণ সম্পাদক সালেহা বেগমসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শীর্ষনিউজ