Image description
 

নির্বাচনকে স্মরণীয় করে রাখতে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা মো. সাদিকুর রহমান সিদ্দিকী শুভ নিজ গ্রামে হেলিকাপ্টারে করে এসেছেন। তবে সম্ভাব্য প্রার্থীর তালিকায় নাম না থাকলেও চূড়ান্ত তালিকায় নাম থাকবে বলে আশাবাদী মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা শুভ।

 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকাল ৪টার দিকে মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বেলতৈল উচ্চবিদ্যালয় মাঠে তিনি হেলিকপ্টার থেকে নামেন। পরে তিনি উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং তার সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দেন।

 

বিএনপি নেতা মো. সাদিকুর রহমান শুভ উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি পেশায় গার্মেন্টস ব্যবসায়ী বলে জানা গেছে। তার বাবা আব্দুল হালিম বেলতৈল এলাকার একজন পল্লী চিকিৎসক ছিলেন।

 

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, পরিবারের ছোট ছেলে মো. সাদিকুর রহমান সিদ্দিকী শুভ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বিএনপির মনোয়ন প্রত্যাশী ছিলেন। গত ৩ নভেম্বর ঢাকার গুলশান বিএনপির চেয়ারপার্সনের দলীয় কার্যালয় থেকে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইমলাম আলমগীর। সেই প্রার্থীর তালিকায় নাম নেই তার। তিনি দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত হন। এর তিনদিন পরে হেলিপ্টার নিয়ে নিজ গ্রামের মানুষের সাথে কথা বলতে আসেন তিনি।

তিনি বেলা সাড়ে তিনটার দিকে ঢাকার পুরাতন বিমানবন্দর থেকে হেলিকাপ্টারে ওঠেন। পরে ৪টার দিকে তার নির্বাচনী এলাকা মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বেলতৈল উচ্চবিদ্যালয় মাঠে নামেন। সেখানে উপস্থিত নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানায়। পরে হেলিকাপ্টারটি ঢাকার উদ্দেশ্যে চলে যায়।

বিদ্যালয়ের মাঠে উপস্থিত দলীয় নেতাকর্মী ও সমর্থদের উদ্দেশ্যে বক্তব্য দেন। পরে তিনি নেতাকর্মীদের সঙ্গে মিছিল নিয়ে নিজ গ্রামের বাড়ি ছবিলাপুর যান। এ সময় উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

এ সময় বিএনপির নেতা সাদিকুর রহমান শুভ বলেন, আমাদের হাতে এখনও যথেষ্ট সময় আছে। দলের হাই কমান্ট ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাঠের পরিস্থিতি যাতে ভালোভাবে অবজার্ভ করতে পারেন, সেদিকে খেয়াল রেখে একজন প্রার্থীকে মনোনয়ন দিয়েছেন। সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে জ্বালাও-পোড়াও হচ্ছে। আমি সেদিকে লক্ষ্য রেখে বলতে চাই, আমার নির্বাচনী এলাকা মোলান্দহ-মাদারগঞ্জ আসন আমার যারা সমর্থক তারা শান্তিপূর্ণভাবে আমার পক্ষে মিছিল করেছেন। আগামী দিনেও তারা যেন কোনও ধরনের সহিংসতায় না যায় এবং ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে মাঠে অবস্থান নেন তার আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, ২০০১ সালে এই আসনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রও একই ভুল করা হয়েছিল। যার ফলশ্রুতিতে দীর্ঘদিন আমরা ধানের শীষের পক্ষে কোনও এমপি জাতীয় সংসদে পাঠাতে পারিনি। পোয়েন্দা সংস্থার রিপোর্ট, সাংগঠনিক রিপোর্টে সঠিকভাবে মাঠের চিত্র তুলে ধরেন আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবশ্যই আমাকে মূল্যায়ন করবেন।