কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ ও সিটি কর্পোরেশন) আসনে দলীয় মনোনয়ন বঞ্চিত হাজী আমিন উর রশিদ ইয়াছিনের অনুসারী বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কয়েকশ নেতাকর্মী রাস্তায় নেমে বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় তারা নগরীতে মশাল মিছিল বের করেন এবং নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূবালী চত্বরে গিয়ে অবস্থান নেন। এ আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি মনিরুল হক চৌধুরী।
মিছিল ও সমাবেশে নেতাকর্মীরা সাবেক সংসদ সদস্য ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিনের প্রতি সমর্থন প্রকাশ করেন। তারা নানা শ্লোগান দেন, ‘আমি কে তুমি কে, ইয়াছিন ভাই ইয়াছিন ভাই’, ‘জেল জুলুম, কারাগারে ইয়াছিন ভাই ইয়াছিন ভাই’, “কুমিল্লার ঘরে ঘরে ইয়াছিন ভাই, ইয়াছিন ভাই’ এবং ‘নেতাকর্মীদের সুখে দুখে ইয়াছিন ভাই।’ নেতাকর্মীরা বলেন, এ আসনে দলের মনোনয়ন নিয়ে তৃণমূল স্তরে অসন্তোষ দেখা দিয়েছে।
এর আগেও গত সোমবার বিকেলে প্রার্থী তালিকা ঘোষণার পর রাতে নেতাকর্মীরা কান্দিরপাড় এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এরপর রাত ১২ টা পর্যন্ত আলেখারচর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কও বন্ধ রাখেন। এদিকে কুমিল্লা ৯ (লাকসাম মনোহরগঞ্জ) আসনে দলীয় মনোনয়ন না পাওয়ায় মঙ্গলবার বিকালে স্থানীয় প্রয়াত সাবেক এমপি আনোয়ারুল আজিমের মেয়ে সামিরা আজিম দোলার সমর্থকরা কুমিল্লা নোয়াখালী সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেছেন।
প্রার্থীতা ঘোষণার বিষয়ে দলের কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া সমকালকে বলেন, আমি নিজেও কুমিল্লা সদর আসনে দলের মনোনয়ন প্রত্যাশী ছিলাম। দল যে আসনে যাকে মনোনয়ন দিয়েছেন তারা তো আমাদেরই দলের লোক। তাই দলের হাইকমান্ডের নির্দেশ অনুসারে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে আমাদের কাজ করতে হবে।