Image description

ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে এরই মধ্যে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। এই তালিকায় দলের সিনিয়র নেতাদের অনেকেই ঠাঁই পেয়েছেন। দলের শীর্ষ ও কেন্দ্রীয় নেতাদের বড় অংশই প্রার্থী হচ্ছেন ফেব্রুয়ারির নির্বাচনে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনটি আসন (ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩) এবং তারেক রহমান বগুড়া-৬ আসনে মনোনয়ন পেয়েছেন। তারেক রহমান প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিচ্ছেন। এ ছাড়া সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির ১৪ সদস্যের মধ্যে ৯ জনসহ ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, যুগ্ম মহাসচিব এবং সম্পাদকমণ্ডলীর সদস্যসহ অন্তত ৮৫ জন হেভিওয়েট নেতা মনোনয়ন পেয়েছেন। অন্যদিকে জামায়াতে ইসলামী আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা ঘোষণা না করলেও স্থানীয়ভাবে প্রায় ৩০০ আসনেই মনোনয়ন চূড়ান্ত করেছে। মূলত ৮৫টি গুরুত্বপূর্ণ আসনে বিএনপির ধানের শীষের হেভিওয়েট প্রার্থীদের বিপরীতে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে লড়বেন তারা।

এই ৮৫টি আসনের মধ্যে পঞ্চগড়-১ আসনে অতীতে কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। ফলে এ আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার সেখানে প্রার্থী হয়েছেন তার ছেলে ব্যারিস্টার নওশাদ জমির। অন্যদিকে জামায়াতের প্রার্থী হলেন জেলা জামায়াতের আমির ও তেঁতুলিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. ইকবাল হোসাইন। ঠাকুরগাঁও-১ আসনটিও বেশ গুরুত্বপূর্ণ। এই আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী হলেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. দেলাওয়ার হোসেন। দিনাজপুর-৩ আসনে প্রার্থী হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অন্যদিকে এই আসনে জামায়াতের প্রার্থী বিমানবাহিনীর সার্জেন্ট (অব.) ও জেলা জামায়াতের ইউনিট সদস্য অ্যাডভোকেট ময়নুল আলম। দিনাজপুর-৬ আসনে প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এই আসনে জামায়াতের প্রতিদ্বন্দ্বী প্রার্থী দিনাজপুর জেলার সাবেক আমির এবং রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য মো. আনোয়ারুল ইসলাম। লালমনিরহাট-৩ আসনে বিএনপির প্রার্থী রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। এই আসনে জামায়াতের প্রার্থী ছাত্রশিবির রংপুর মহানগরীর সাবেক সভাপতি ও সাবেক কেন্দ্রীয় নেতা মু. হারুনুর রশিদ। কুড়িগ্রাম-৩ আসনে বিএনপির প্রার্থী হলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা তাজভীর উল ইসলাম। তার সঙ্গে জামায়াতের পক্ষে লড়বেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি ব্যারিস্টার মাহবুব আলম সালেহী। গাইবান্ধা-২ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নেতা আনিসুজ্জামান খান বাবু। তার সঙ্গে লড়বেন জেলা জামায়াতের আমির আব্দুল করিম সরকার।

বগুড়া-৫ আসনে বিএনপির প্রার্থী সাবেক এমপি জিএম সিরাজ। তার আসনে জামায়াতের হয়ে লড়বেন দবিবুর রহমান। বগুড়া-৬ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে জামায়াতের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন আবিদুর রহমান সোহেল। বগুড়া-৭ আসনে প্রার্থী হয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখানে জামায়াতের প্রার্থী হয়েছেন গোলাম রব্বানী। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির যুগ্ম মহাসচিব হারুনর রশিদ। তার বিপরীতে জামায়াতের প্রার্থী দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। রাজশাহী-২ আসনে বিএনপির প্রার্থী দলের চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। তার বিপরীতে জামায়াতের প্রার্থী রাজশাহী মহানগর শাখার নায়েবে আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। নাটোর-২ আসনে বিএনপির প্রার্থী সাবেক উপমন্ত্রী ও সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এই আসনে তার সঙ্গে লড়বেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক ইউনুস আলী। সিরাজগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী দলটির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তার অন্যতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম। পাবনা-৪ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের সঙ্গে লড়বেন জামায়াতে ইসলামীর আবু তালেব মণ্ডল। পাবনা-৫ আসনে বিএনপির প্রার্থী দলটির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। এই আসনে জামায়াতে প্রার্থী হয়েছেন মো. ইকবাল হোসেন। কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমীকে মনোনয়ন দিয়েছে বিএনপি। তার সঙ্গে জামায়াতের হয়ে লড়বেন কুমারখালী উপজেলা জামায়াতের নায়েবে আমির ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আফজাল হোসাইন।

যশোর-৩ আসনটি মর্যাদার দিক দিয়ে গুরুত্বপূর্ণ। এই আসনে একাধিকবার এমপি নির্বাচিত হয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মরহুম তরিকুল ইসলাম। এবার তার ছেলে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ধানের শীষের প্রার্থী হয়েছেন। অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী হয়েছেন সরকারি এমএম কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের। মাগুরা-২ আসনে বিএনপির প্রার্থী দলটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। সেখানে এমবি বাকেরকে প্রার্থী করেছে জামায়াত। খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী খুলনা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু। তার বিপরীতে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। খুলনা-৩ আসনে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলকে মনোনয়ন দিয়েছে দল। তার সঙ্গে জামায়াতের পক্ষে লড়বেন অধ্যাপক মাহফুজুর রহমান। খুলনা-৪ আসনে বিএনপির প্রার্থী দলটির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। তার বিপরীতে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। খুলনা-৫ আসনে বিএনপির প্রার্থী হয়েছেন মোহাম্মদ আলী আসগর। অন্যদিকে এই আসনে জামায়াতের প্রার্থী দলটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

বরগুনা-২ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনির বিপরীতে জামায়াতের প্রার্থী ডা. সুলতান আহম্মেদ। পটুয়াখালী-১ আসনে বিএনপির অপর ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর সঙ্গে জামায়াতের হয়ে লড়বেন দলটির জেলা আমির নাজমুল আহসান। ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের বিপরীতে জামায়াতের প্রার্থী সাবেক জেলা আমির মাওলানা ফজলুল করিম। ভোলা-৩ আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী হলেন দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তার বিপরীতে জামায়াতের হয়ে লড়বেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পাটির কেন্দ্রীয় মহাসচিব মুহা. নিজামুল হক নাঈম। ভোলা-৪ আসনে ধানের শীষের টিকিট পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। তার সঙ্গে জামায়াতে পক্ষে লড়বেন সাবেক জেলা আমির মাওলানা মোস্তফা কামাল। বরিশাল-১ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে জামায়াতের হয়ে লড়বেন দলটির জেলা মজলিশে শূরার সদস্য মাওলানা কামরুল ইসলাম। বরিশাল-৫ আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মজিবুর রহমান সারোয়ার এর বিপরীতে জামায়াতের প্রার্থী হয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল। টাঙ্গাইল-২ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টুর বিপরীতে জেলা জামায়াতের সেক্রেটারি হুমায়ূন কবীর লড়বেন। টাঙ্গাইল-৭ আসনে বিএনপির প্রার্থী দলের কেন্দ্রীয় শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী। তার সঙ্গে জামায়াতের হয়ে লড়বেন অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার। এ ছাড়া টাঙ্গাইল-৮ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খানের সঙ্গে লড়বেন ডাক্তার আব্দুল হামিদ।

জামালপুর-১ আসনে বিএনপির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাতের বিপরীতে জামায়াতের প্রার্থী নাজমুল হক সাঈদী। ময়মনসিংহ-১ আসনে বিএনপির যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্সের সঙ্গে লড়বেন জামায়াতে ইসলামীর মাহফুজুর রহমান। নেত্রকোনা-১ আসনে বিএনপির আইন সম্পাদক কায়সার কামালের সঙ্গে লড়বেন জামায়াতের অধ্যাপক মাওলানা আবুল হাশেম। নেত্রকোনা-২ আসনে জেলা বিএনপির সভাপতি ডা. মো. আনোয়ারুল হকের বিপরীতে জামায়াতের প্রার্থী অধ্যাপক মাওলানা এনামুল হক। নেত্রকোনা-৪ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান লুৎফুজ্জামান বাবরের সঙ্গে জামায়াতের পক্ষে লড়বেন অধ্যাপক আল হেলাল তালুকদার। কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ওসমান ফারুকের সঙ্গে জামায়াতে হয়ে লড়বেন খ্যাতিমান চিকিৎসক কর্নেল (অব.) অধ্যাপক জিহাদ খান। তিনি জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য এবং পারিবারিক আত্মীয়তার সূত্রে সাবেক দুবারের রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালক। কিশোরগঞ্জ-৬ আসনে জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমের সঙ্গে লড়বেন ভৈরব উপজেলা জামায়াতের আমির মাওলানা কবির হুসাইন। মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার বিপরীতে জামায়াতের প্রার্থী মাওলানা দেলোয়ার হোসাইন। মুন্সীগঞ্জ-২ আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী মিজানুর রহমান সিনহা। তার বিপরীতে জামায়াতের প্রার্থী অধ্যাপক এ বি এম ফজলুল করিম।

ঢাকা-১ আসনে বিএনপির প্রার্থী ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। এই আসনে জামায়াতের প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম। ঢাকা-২ আসনে বিএনপির প্রার্থী হয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান। এই আসনে জামায়াতের প্রার্থী ইঞ্জিনিয়ার তৌফিক হাসান। ঢাকা-৩ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এই আসনে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ শাহিনুল ইসলাম। ঢাকা-৪ আসনে বিএনপির প্রার্থী মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবীন। এই আসনে জামায়াতের হয়ে লড়বেন সৈয়দ জয়নুল আবেদিন। ঢাকা-৫ আসনে বিএনপি প্রার্থী মহানগর দক্ষিণ বিএনপি যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী। তার সঙ্গে জামায়াতের প্রার্থী হয়েছেন মো. কামাল হোসাইন। ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেনের সঙ্গে জামায়াতের প্রার্থী হয়েছেন ড. আব্দুল মান্নান। ঢাকা-৮ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সঙ্গে লড়তে হবে জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনকে। ঢাকা-১১ আসনে বিএনপির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক এম এ কাইয়ুমের সঙ্গে জামায়াতের পক্ষে লড়বেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান। ঢাকা-১২ আসনে যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবের সঙ্গে লড়বেন জামায়াতের সাইফুল আলম খান মিলন। ঢাকা-১৪ আসনে বিএনপি মনোনীত মায়ের ডাক-এর সানজিদা ইসলাম তুলির সঙ্গে লড়বেন জামায়াত নেতা মীর কাশেম আলীর ছেলে গুম ফেরত ব্যারিস্টার আরমান। ঢাকা-১৫ আসনে জামায়াতের প্রার্থী হয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। এই আসনে বিএনপি প্রার্থী করেছে যুবদল নেতা শফিকুল ইসলাম মিল্টনকে। ঢাকা-১৬ আসনে মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের সঙ্গে জামায়াতের হয়ে লড়বেন আব্দুল বাতেন। ঢাকা-১৯ আসনে সাবেক এমপি দেওয়ান মো. সালাউদ্দিনের সঙ্গে জামায়াতের হয়ে লড়বেন মাওলানা আফজাল হোসাইন।

গাজীপুর-৩ আসনে বিএনপির প্রার্থী ডা. রফিকুল ইসলাম বাচ্চুর সঙ্গে লড়বেন জামায়াতের গাজীপুর জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জাহাঙ্গীর আলম। গাজীপুর-৪ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মরহুম হান্নান শাহর ছেলে শাহ রিয়াজুল হান্নানের বিপরীতে জামায়াতের প্রার্থী হলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইয়ুবি। নরসিংদী-২ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের সঙ্গে লড়বেন জামায়াতের জেলা সেক্রেটারি আমজাদ হোসাইন। নরসিংদী-৫ আসনে বিএনপির প্রার্থী আশরাফ উদ্দিন বকুলের সঙ্গে লড়বেন রায়পুরা সদর থানা আমির মাওলানা জাহাঙ্গীর আলম। নারায়ণগঞ্জ-২ আসনে ঢাকা বিভাগের সহ-সাংঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের সঙ্গে লড়বেন জামায়াতের অধ্যাপক ইলিয়াস মোল্লা। ফরিদপুর-২ আসনে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের সঙ্গে লড়বেন নগরকান্দা উপজেলা জামায়াতের আমির সোহরাব হোসেন। ফরিদপুর-৩ আসনে নায়াবা ইউসুফের প্রতিদ্বন্দ্বী জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য আবদুত তাওয়াব। ফরিদপুর-৪ আসনে বিএনপির প্রার্থী শহীদুল ইসলাম বাবুলের সঙ্গে লড়বেন ভাঙ্গা উপজেলা জামায়াতের আমির সরোয়ার হোসেন। গোপালগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী এসএম জিলানীর সঙ্গে লড়বেন গোপালগঞ্জ জেলা শাখার আমির অধ্যাপক রেজাউল করিম।

সুনামগঞ্জ-৩ আসনে লন্ডন বিএনপির সেক্রেটারি কয়সর এম আহমেদের সঙ্গে লড়বেন অ্যাডভোকেট ইয়াছিন খান। সিলেট-১ আসনে বিএনপির খোন্দকার আব্দুল মোক্তাদিরের প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাওলানা হাবিবুর রহমান। সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী তাহসিনা রুশদীর লুনার প্রতিদ্বন্দ্বী জামায়াতের অধ্যক্ষ আবদুল হান্নান, সিলেট-৩ আসনে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালিকের প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতা ও দক্ষিণ সুরমার সাবেক চেয়ারম্যান লোকমান আহমদ। হবিগঞ্জ-৩ আসনে বিএনপির জি কে গউছের বিপরীতে লড়বেন হবিগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ কাজী মহসিন আহমেদ।

এ ছাড়া কুমিল্লা-১ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের বিপরীতে জামায়াতের প্রার্থী মো. মনিরুজ্জামান বাহালুল। কুমিল্লা-৩ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়াকোবাদের বিপরীতে জামায়াতের প্রার্থী ইউসুফ হাকিম সোহেল। কুমিল্লা-৬ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীর সঙ্গে লড়বেন জামায়াতের কাজী দ্বীন মোহাম্মদ। চাঁদপুর-১ আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা আ ন ম এহসানুল হক মিলনের বিপরীতে জামায়াতের প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী। ফেনী-৩ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর বিপরীতে জামায়াতের প্রার্থী শিবিরের সাবেক সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক।

নোয়াখালী-১ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহবুব উদ্দিন খোকনের বিপরীতে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. সাইফুল্লাহ। নোয়াখালী-২ আসনে বিএনপির প্রার্থী জয়নুল আবদীন ফারুকের বিপরীতে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ। নোয়াখালী-৩ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর বিপরীতে জামায়াতের প্রার্থী মাওলানা বোরহান উদ্দিন। নোয়াখালী-৪ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের বিপরীতে লড়বেন জামায়াতের ইসহাক খন্দকার বিএসসি। লক্ষ্মীপুর-২ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়ার বিপরীতে জামায়াতের প্রার্থী জেলা জামায়াতের আমির এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া। লক্ষ্মীপুর-৩ আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির বিপরীতে জামায়াতের প্রার্থী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

চট্টগ্রাম-৫ আসনে বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর হেলালের বিপরীতে জামায়াতের প্রার্থী ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম। চট্টগ্রাম-৭ আসনে হুম্মাম কাদের চৌধুরীর বিরুদ্ধে লড়বেন জামায়াতের অধ্যক্ষ আমিরুজ্জামান। চট্টগ্রাম-১০ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিপরীতে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। আর কক্সবাজার-১ আসনে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাহউদ্দিন আহমদর বিপরীতে প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন জামায়াতের আব্দুল্লাহ আল ফারুক।