রাজনৈতিক দল নিবন্ধনের শর্ত কিছু কিছু ক্ষেত্রে নমনীয়তার সঙ্গে বিবেচনা করে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) তিনটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (০৪ নভেম্বর) নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
আখতার আহমেদ বলেন, তিনটা দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলগুলো হলো—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আম জনগণ পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কবাসী)।
এই তিনটা দলের দলীয় কার্যালয় হিসাব করে পেয়েছে কি না ইসি এবং দুই ধাপে তাদের কতগুলো কার্যালয়ের অস্তিত্ব পেয়েছেন এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, আপনাদের কাছে মৌলিক যে প্রশ্নটা যে ছিল যে, কয়টা রাজনৈতিক দল হবে (নিবন্ধন পাবে) এবং ক্রাইটেরিয়া যেগুলো ছিল সেগুলো নিয়ে এই তিনটা দল কোয়ালিফাই করেছে। প্রাথমিকভাবে বলা হয়েছিল (নিবন্ধন পাওয়ার শর্ত), ১০০টা উপজেলা পর্যায়ে এবং ২২টা জেলা পর্যায়ে (কার্যালয়), যেকোনো একটি পূরণ না করলে দেওয়া হচ্ছে না।
ইসি সচিব বলেন, এখানে আবার কোর্টেরও সিদ্ধান্ত আছে। কিছুটা নমনীয়ভাবে দেখার ব্যবস্থা বলা হচ্ছে। সেই বিবেচনায় আইদার অফ ট্র্যাকে কোয়ালিফাই করেছে, নূনতম সামান্য যদি কিছু শর্টফ্রম থেকে থাকে উপজেলা লেভেলে বা জেলা লেভেলে, তাহলে সেটাকে বিবেচনায় নিয়েই সহনশীলভাবে নেওয়ার কথা বলা হয়েছে। কতগুলা কার্যালয় সেটা যদি বলেন, আমি এই মুহূর্তে বলতে পারছি না। পরে বলতে পারব।
এর আগে বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এখন কেন বাদ পড়লোএমন বিষয় উত্থাপন করা হলে ইসি সচিব বলেন, দলটির ধারাবাহিকতা (কার্যক্রম) পাওয়া যায়নি।
অন্য এক প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, ১২ নভেম্বর পর্যন্ত সময়সীমার ভেতরে আমরা দাবি আপত্তি বা অভিমত পাব। এরপর ১৫ নভেম্বরের মধ্যে দাবি আপত্তি নিষ্পত্তি করে নিবন্ধন সনদ দেওয়া হবে।
তিনি বলেন, ১৪৩টি দল নিবন্ধনের জন্য আবেদন করে গত জুনে। প্রাথমিক বাছাইয়ে বাদ পড়ে ১২১টি দল। এরপর ২২টি দলের সরেজমিন তদন্ত হয়। এতে ফরওয়ার্ড পার্টি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)–সিপিবি(এম), বাংলাদেশ সংস্কারবাদী পার্টি, বাংলাদেশ বেকার সমাজ, বাংলাদেশ সলিউশন পার্টি, নতুন বাংলাদেশ পার্টি, জমিয়তে ওলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি বাদ পড়ে। অধিকতর তদন্ত হয় আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), জাতীয় জনতা পার্টি, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা, জনতা পার্টি বাংলাদেশ ও বাংলাদেশ জাতীয় লীগের।
এদিকে বাংলাদেশ নেজামে ইসলামী পার্টিকে আদালত নিবন্ধন দেওয়ার নির্দেশনা দেওয়ায় রায়ের কপির অপেক্ষায় রয়েছে ইসি।
অধিকতর তদন্তের পর অবশেষে তিনটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেয় ইসি।
বর্তমানে ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা ৫৩টি। স্থগিত রয়েছে আওয়ামী লীগের নিবন্ধন। বাতিল রয়েছে ফ্রিডম পার্টি, ঐকবদ্ধ নাগরিক আন্দোলন ও পিডিপির নিবন্ধন।
শীর্ষনিউজ